যুক্তরাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব পরিবারের ভিসার বেতন কাঠামো নিয়ে সুখবর দিয়েছেন। ইয়ভেট কুপার নিশ্চিত করেছেন সম্পূর্ণভাবে পর্যালোচনা সম্পন্ন শেষ না হওয়া পর্যন্ত পরিবারের ভিসার বেতন কাঠামো বাড়ানো হবে না। কনজারভেটিভ সরকার পরিবারের ভিসার বাৎসরিক বেতন কাঠামো ৩৮,৭০০ পাউন্ড করার ঘোষণা দিয়েছিল। নতুন লেবার সরকার এসে সেক্ষেত্রে একটা যতি চিহ্ন এঁকে দিলো বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়।
সাবেক টোরি সরকার বিদেশ হতে স্বামী-স্ত্রীকে আনার ক্ষেত্রে আইন কঠিন করার সিদ্ধান্ত নিয়েছিল। তাদের এই আইন করার পিছনে যুক্তি ছিল অধিক বিদেশী মানুষকে ইংল্যান্ডে প্রবেশ করার নিয়ম কঠিন করা। কিন্তু নতুন স্বরাষ্ট্রসচিব টোরিদের পরিকল্পনাকে আপাতত থামিয়ে দিয়েছেন।
ইয়ভেট কুপার নিশ্চিত করেছেন বর্তমানে ২৯,০০০ হাজার পাউন্ডের নূন্যতম বাৎসরিক আয় ব্রিটিশদের পরিবারের সদস্যকে বিদেশ থেকে আনতে মাপকাঠি হিসাবে রাখা হবে। পারিবারিক ভিসা নীতি পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত “আর কোনও পরিবর্তন” আপাতত হবে না।
স্বরাষ্ট্রসচিব এমএস কুপার বুধবার নিশ্চিত করেছেন তিনি ইন্ডিপেন্ডেন্ট পাবলিক বডি গঠন করবেন পারিবারিক ভিসার নিয়মনীতি পর্যালোচনা করার জন্য।
উল্লেখ্য যে, যুক্তরাজ্যের রেকর্ড ইমিগ্রেশন সংখ্যা হ্রাস করতে সহায়তা করার জন্য ঋষি সুনাকের সরকার বাৎসরিক ন্যূনতম আয় ১৮,৬০০ পাউন্ড থেকে ২৯,০০০ পাউন্ডে উন্নীত করেছিল। পুরানো পরিকল্পনা অনুযায়ী ২০২৫ সালের শুরু হতে বাৎসরিক নূন্যতম আয় ৩৮,৭০০ পাউন্ড উন্নীত করার কথা ছিল। যা আপাতত স্থগিত করা হল এমএস কুপারের পরিকল্পনা অনুযায়ী।
সূত্রঃ দ্য গার্ডিয়ান
এম.কে
০১ আগস্ট ২০২৪