TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে পূর্ণ স্টেট পেনশন পেতে লাগবে ৩৫ বছরের কনট্রিবিউশন

যুক্তরাজ্যে পূর্ণ নতুন স্টেট পেনশন পেতে কত বছর ন্যাশনাল ইন্স্যুরেন্স (এনআই) কনট্রিবিউশন প্রয়োজন তা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে। বর্তমানে সপ্তাহে সর্বোচ্চ £230.25 পেনশন পেতে হলে প্রায় ৩৫ বছরের এনআই কনট্রিবিউশন করতে হবে। তবে এর কম সময়ের কনট্রিবিউশন থাকলেও আংশিক পেনশন পাওয়া সম্ভব।

ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস (ডিডব্লিউপি)-এর তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাজ্যে ১ কোটি ৩০ লাখেরও বেশি মানুষ স্টেট পেনশন গ্রহণ করছেন। পুরুষ ও নারী উভয়ের অবসরের বয়স এখন ৬৬ বছর হলেও ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে এটি ৬৭-তে এবং ২০৪০-এর দশকের মাঝামাঝি সময়ে ৬৮-তে উন্নীত হবে।

যে কেউ কমপক্ষে ১০ বছর এনআই কনট্রিবিউশন করলে বা ক্রেডিট পেলে কিছু পরিমাণ পেনশন পাওয়ার যোগ্য হবেন। এর মধ্যে চাকরিজীবী, স্বনির্ভর কর্মী, বেকার, অসুস্থ, প্রতিবন্ধী, সন্তান লালনকারী অভিভাবক কিংবা কেয়ারাররা অন্তর্ভুক্ত। এমনকি বিদেশে কাজ বা বসবাস করলেও যোগ্যতার শর্ত পূরণ হলে আংশিক পেনশন পাওয়া যায়।

পূর্ণ পেনশনের জন্য ৩৫ বছরের কনট্রিবিউশন থাকা প্রয়োজন। তবে যারা আগে ‘কন্ট্র্যাক্টেড আউট’ ছিলেন, তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় সময় আরও বেশি হতে পারে। যদি কারও কনট্রিবিউশন ১০ থেকে ৩৫ বছরের মধ্যে হয়, তবে তিনি আংশিক পেনশন পাবেন, তবে অতিরিক্ত এনআই বছর কিনে পূর্ণ পেনশন পাওয়ার সুযোগ রয়েছে।

যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে সপ্তাহে £২৪২-এর বেশি আয় হলে স্বয়ংক্রিয়ভাবে এনআই কাটা হয় এবং সেটি একটি কোয়ালিফাইং ইয়ার হিসেবে গণনা হয়। আর £১২৩ থেকে £২৪২-এর মধ্যে আয়ের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়মে যোগ্যতা অর্জন সম্ভব।

কোনো কারণে এনআই রেকর্ডে ঘাটতি থাকলে স্বেচ্ছায় কনট্রিবিউশন দিয়ে তা পূরণ করার সুযোগ রয়েছে। এজন্য সরকার প্রদত্ত অনলাইন টুল ব্যবহার করে যে কেউ নিজের এনআই রেকর্ড ও সম্ভাব্য স্টেট পেনশন যাচাই করতে পারেন।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এম.কে
২১ আগস্ট ২০২৫

আরো পড়ুন

রানি হচ্ছেন ক্যামিলা

ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে মন্তব্য করেছেন প্রিন্স উইলিয়াম

বিদেশ ভ্রমণ নিষেধাজ্ঞার অবসান হলো যুক্তরাজ্যে

নিউজ ডেস্ক