25.7 C
London
July 25, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে “প্রাণঘাতী অ্যালার্জি ঝুঁকিতে ওয়েটরোজের রেডি ফুড”, ফেরত নেওয়ার নির্দেশ”

যুক্তরাজ্যে ওয়েটরোজ সুপারমার্কেট চেইন তাদের জনপ্রিয় প্রস্তুত খাবার ‘Indian Takeaway for 2’ বাজার থেকে প্রত্যাহার করেছে। পণ্যের লেবেলে গুরুত্বপূর্ণ অ্যালার্জি তথ্য অনুপস্থিত থাকায় এটি স্বাস্থ্যঝুঁকি তৈরি করেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সি (FSA)।

এই পণ্যে ভুল করে স্প্রিং রোল প্যাক করা হয়েছে, ফলে তিল (sesame) ও সয়া (soya) উপাদানের নাম লেবেলে উল্লেখ করা হয়নি। যারা এই দুটি উপাদানে অ্যালার্জিক, তাদের জন্য খাবারটি মারাত্মক হতে পারে বলে সতর্ক করেছে FSA।

পণ্যটির প্যাক সাইজ ১,৪১২ গ্রাম এবং মেয়াদোত্তীর্ণ তারিখ ২৫ জুলাই, ২০২৫। যারা এই পণ্যটি ইতোমধ্যে কিনেছেন, তাদেরকে তা না খেয়ে নিকটবর্তী ওয়েটরোজ শাখায় ফেরত দিয়ে পুরো টাকা ফেরত নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাতে ওয়েটরোজ একটি গ্রাহক বিজ্ঞপ্তিও জারি করেছে।

উল্লেখ্য যে, ২০১৬ সালে তিলের অ্যালার্জি থেকে ১৫ বছর বয়সী নাটাশা এডনান-লাপারুসে’র মৃত্যুর পর ‘নাটাশাস ল’ চালু হয়, যা নির্দেশ দেয়—যেকোনো প্রি-প্যাক খাবারে অবশ্যই পূর্ণ উপাদান তালিকা ও অ্যালার্জি তথ্য থাকতে হবে।

সূত্রঃ দ্য এক্সপ্রেস

এম.কে
২৪ জুলাই ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যের অর্থনৈতিক পুনরুদ্ধারে ধীরগতি

ফিলিস্তিনি শরণার্থীদের আশ্রয় দেয়ার জন্য যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান

যুক্তরাজ্যের এইচএসবিসি ব্যাংকের অনলাইন ও মোবাইল ব্যাংকিং পরিষেবা বিঘ্নিত