TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে বাংলাদেশি নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা

করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যে বাংলাদেশসহ চারটি দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শুক্রবার (২ এপ্রিল) যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট বিভাগ এ তথ্য জানিয়েছে।

আগামী ৯ এপ্রিল থেকে যুক্তরাজ্যে বাংলাদেশ, ফিলিপাইন, কেনিয়া ও পাকিস্তানের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ নিয়ে ৩০টির বেশি দেশের নাগরিকদের যুক্তরাজ্যে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হলো।

এছাড়া ব্রিটিশসহ অন্যান্য দেশের নাগরিক যুক্তরাজ্যে প্রবেশ করলে ১০ দিন হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে।

গত বৃহস্পতিবার (১ এপ্রিল) বাংলাদেশ পুরো ইউরোপ ও ১২টি দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিলেও যুক্তরাজ্যের নাগরিকদের দেওয়া হয়নি।

 

২ এপ্রিল ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

রোমানিয়া: নতুন বছরের প্রথম ১১ দিনেই ‘ডিপোর্ট’ ১০০ অভিবাসী

যুক্তরাজ্যে ইলেকট্রিক গাড়ি ব্যবহার সহজ করতে চার্জিং ও কেনার খরচে বিশাল সরকারি সহায়তা

এবার ওমিক্রনের টিকার অনুমোদন দিল যুক্তরাজ্য