TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে বাংলাদেশি নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা

করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যে বাংলাদেশসহ চারটি দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শুক্রবার (২ এপ্রিল) যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট বিভাগ এ তথ্য জানিয়েছে।

আগামী ৯ এপ্রিল থেকে যুক্তরাজ্যে বাংলাদেশ, ফিলিপাইন, কেনিয়া ও পাকিস্তানের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ নিয়ে ৩০টির বেশি দেশের নাগরিকদের যুক্তরাজ্যে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হলো।

এছাড়া ব্রিটিশসহ অন্যান্য দেশের নাগরিক যুক্তরাজ্যে প্রবেশ করলে ১০ দিন হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে।

গত বৃহস্পতিবার (১ এপ্রিল) বাংলাদেশ পুরো ইউরোপ ও ১২টি দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিলেও যুক্তরাজ্যের নাগরিকদের দেওয়া হয়নি।

 

২ এপ্রিল ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

আন্তর্জাতিক দুর্নীতিতে জড়িত ২২ ব্যক্তি যুক্তরাজ্যে নিষিদ্ধ

নিউজ ডেস্ক

ইউরোপে আশ্রয় আবেদনের রেকর্ড

স্থানীয় নির্বাচনে পরাজয়ের পর রদবদলের পরিকল্পনা বরিস জনসনের