যুক্তরাজ্যে হাজার হাজার ইউক্রেনীয় অভিবাসী চাকরি ও বাসস্থান হারাতে পারেন। ভিসা নবায়ন করা নিয়ে অনিশ্চয়তা থাকায় তারা এই ঝুঁকিতে পড়তে পারেন বলে জানিয়েছে দ্য টেলিগ্রাফ। শুক্রবার (২১ মার্চ) বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের একটি নতুন জরিপের বরাত দিয়ে এ খবর জানায় সংবাদমাধ্যমটি।
এতে বলা হয়, ‘হোমস ফর ইউক্রেন’ এর মতো বিশেষ প্রকল্পের অধীনে বর্তমানে প্রায় ২ লাখ ৭০ হাজার ইউক্রেনীয় নাগরিক যুক্তরাজ্যে বাস করেন। এই প্রকল্পের আওতায় রাশিয়ার সঙ্গে সংঘাতের কারণে পালিয়ে আসা ব্যক্তিদের তিন বছরের ভিসা প্রদান করা হয়। তবে, এই প্রকল্পটি নতুন আবেদনকারীদের জন্য বন্ধ করে দেয়া হয়েছে এবং বিদ্যমান ভিসার মেয়াদ এখন শেষের দিকে।
তবে ‘ইউক্রেন পারমিশন এক্সটেনশন স্কিম’ নামের নতুন একটি প্রকল্পের অধীনে ১৮ মাসের ভিসা নবায়নের অনুমতি দেয়া হলেও ৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রকল্পের অধীনে কোনো আবেদন গ্রহণ করা হয়নি। ফলে অনেক আবেদনপত্র আটকে গেছে এবং অনেকে আইনি জটিলতায় পড়েছেন।
১ হাজার ১১০’র বেশি ইউক্রেনীয় অভিবাসীর ওপর করা জরিপ অনুযায়ী, ৪১ শতাংশ বলেছেন তারা চাকরির সুযোগ হারিয়েছেন। ২২ শতাংশ অনিশ্চিয়তার কারণে চুক্তি নবায়ন করতে অস্বীকৃতি জানিয়েছেন। প্রায় ২৬ শতাংশ বলেছেন, তারা তাদের ভাড়ার (বাসা) চুক্তি নবায়ন করতে পারেননি এবং এক চতুর্থাংশ নতুন ইজারা স্বাক্ষর করতে অক্ষম বলে জানিয়েছেন।
এদিকে, জরিপে যারা অংশ নিয়েছেন তারা এই ঘটনায় মানসিক চাপে থাকার কথা জানিয়েছেন। ৪৩.৫ শতাংশ তাদের অভিবাসন অবস্থার সাথে সম্পর্কিত উদ্বেগ এবং আতঙ্কের কথা উল্লেখ করেন। জরিপে অংশ নেয়া ইউক্রেনীয় শরণার্থীদের অর্ধেকেরও বেশি বলেছেন, তাদের স্কুলে যাওয়ার বয়সি শিশু রয়েছে, যা তাদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।
এ অবস্থায় জরিপে সংশ্লিষ্ট গবেষকরা যুক্তরাজ্য সরকারকে ইউক্রেনীয়দের জন্য স্বয়ংক্রিয়ভাবে ভিসার মেয়াদ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।
এছাড়া প্রতিবেদনের ওপর মন্তব্য করতে গিয়ে একজন সরকারি মুখপাত্র বলেছেন, যুক্তরাজ্য ইউক্রেনীয় অভিবাসীদের সমর্থন করার জন্য ‘সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ’ এবং তাদের ভিসা কর্মসূচি পর্যালোচনা চলেছে। তবে প্রক্রিয়াটি সহজতর করা হবে নাকি স্বয়ংক্রিয় করা হবে সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
ইউরোপের অন্যান্য অনেক দেশ যখন ইউক্রেনীয় অভিবাসীদের মোকাবিলায় চ্যালেঞ্জের মুখোমুখি, তখন এই জরিপের খবর এলো। ইউরোস্ট্যাটের মতে, ইইউ জুড়ে ৪.৩ মিলিয়নেরও বেশি ইউক্রেনীয় অস্থায়ী সুরক্ষার জন্য নিবন্ধিত।
সূত্রঃ দ্য টেলিগ্রাফ
এম.কে
২৪ মার্চ ২০২৫