TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে বিনামূল্যে প্রাতঃরাশ চালুর পর অর্থায়ন ঘাটতির বিষয়ে শিক্ষকদের সতর্কতা

যুক্তরাজ্যে সরকারের নতুন প্রাতঃরাশ ক্লাব কর্মসূচির প্রথম ধাপ মঙ্গলবার থেকে কার্যকর হতে যাচ্ছে।

এই ট্রায়ালের অংশ হিসেবে ইংল্যান্ডজুড়ে ৭৫০টি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে প্রাতঃরাশ ক্লাব চালু করা হবে, যা জুলাই পর্যন্ত চলবে এবং এরপর সারা দেশব্যাপী এই ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। তবে এই ট্রায়াল চালুর সাথে সাথেই শিক্ষকেরা উদ্বেগ প্রকাশ করেছেন যে সরকার যে অর্থ বরাদ্দ করেছে তা প্রকৃত খরচের তুলনায় কম হবে।

প্রাথমিকভাবে ট্রায়ালের জন্য £৭ মিলিয়ন বরাদ্দ করা হয়েছিল, এবং চ্যান্সেলর র‌্যাচেল রিভস শরৎকালীন বাজেটে ঘোষণা দেন ২০২৫-২৬ অর্থবছরে প্রাতঃরাশ ক্লাবের জন্য £৩০ মিলিয়নের বেশি বরাদ্দ করা হবে।

লেবার পার্টি তাদের নির্বাচনী ইশতেহারে ২০২৮-২৯ সালের মধ্যে এই কর্মসূচিতে £৩১৫ মিলিয়ন ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছে।

সরকার আশা করছে, এই প্রকল্পের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে পড়া শিশুদের অভিভাবকরা বছরে অতিরিক্ত £৪৫০ পর্যন্ত পরিচর্যা ব্যয়ে সাশ্রয় করতে পারবেন।

তবে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ হেড টিচারস (NAHT) জানিয়েছে, পাইলটে অংশ নেওয়া শিক্ষা নেতারা জানাচ্ছেন বরাদ্দকৃত অর্থ “একেবারেই পর্যাপ্ত নয়।”

NAHT-এর সেক্রেটারি জেনারেল পল হুইটম্যান বলেন, “আমরা এই কর্মসূচির উদ্দেশ্যকে স্বাগত জানাই, তবে পাইলটে অংশ নেওয়া বহু স্কুল নেতার কাছ থেকে প্রাথমিক যে প্রতিক্রিয়া পাচ্ছি, তা হলো অর্থায়ন পর্যাপ্ত নয়।

স্কুল বাজেটগুলো ইতিমধ্যেই টানাপোড়েনে রয়েছে, যার ফলে বেশিরভাগ স্কুল এই ঘাটতি পুষিয়ে নেওয়ার সামর্থ্য রাখে না।”

তিনি আরও বলেন, “দেশব্যাপী রোলআউটের আগে এই বিষয়টি সমাধান করা অত্যন্ত জরুরি।”

NASUWT শিক্ষক ইউনিয়নের সেক্রেটারি জেনারেল প্যাট্রিক রোচ বলেন, এই উদ্যোগ শিশুদের ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ে “গুরুত্বপূর্ণ অবদান রাখবে”।

তিনি বলেন, “নতুন প্রাতঃরাশ ক্লাব কার্যক্রমের রোলআউট ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা উচিত, যেন কোনো প্রকার সরবরাহগত বা অর্থায়নের সমস্যা বিদ্যালয়গুলোর অন্যান্য সেবার ওপর নেতিবাচক প্রভাব না ফেলে।”

সরকার পূর্বে জানিয়েছে, এই কর্মসূচি বাস্তবায়নের জন্য বরাদ্দকৃত অর্থ যথেষ্ট হবে।

সরকার আশা করছে যে, ক্লাবে অংশগ্রহণ এবং শিক্ষার্থীদের বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে অর্থায়নের হার ভিন্ন হতে পারে।

গড়ে একটি স্কুল যদি ৫০% শিক্ষার্থী এই ক্লাবে অংশ নেয়, তাহলে তারা বছরে প্রায় £২৩,০০০ পাউন্ড বরাদ্দ পাবে। সকল স্কুলকেই প্রাথমিক সেটআপ খরচের জন্য £৫০০ পাউন্ড এবং প্রতি টার্মে অন্তত £১,০০০ এককালীন অর্থ বরাদ্দ দেওয়া হবে বলে তথ্যমতে জানা যায়।

সূত্রঃ আইটিভি

এম.কে
২২ এপ্রিল ২০২৫

আরো পড়ুন

সহিংসতা বন্ধে যুক্তরাজ্যে নামছে দুই হাজারের বেশি দাঙ্গা পুলিশ

অবৈধভাবে প্রবেশকারীদের আটক ও ব্যান করার কথা ভাবছে যুক্তরাজ্য

মিনি যাদুঘরে রূপ নিচ্ছে ব্রিটেনের পেফোন বক্স

নিউজ ডেস্ক