13.5 C
London
March 31, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে বেড়েছে ইমিগ্রেশন অভিযান, ১৩ জন অবৈধ শ্রমিক আটক

যুক্তরাজ্যে ইমিগ্রেশন অভিযানের সময় ১৩ জন অবৈধ শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে এবং দুটি নির্মাণ সংস্থাকে জরিমানা করা হয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়।

ইমিগ্রেশন অভিযানে ১৯ মার্চ নর্থ ওয়েলসে বারোজন পুরুষ ও এক মহিলা গ্রেপ্তার হন। তাছাড়া কাউন্টি লন্ডনডেরিতে একটি কংক্রিট সরবরাহকারী প্রতিষ্ঠানকে অবৈধভাবে কাজে পাঁচজন ব্যক্তিকে নিয়োগ দেওয়ার জন্য ২,২৫,০০০ পাউন্ড পর্যন্ত জরিমানা করা হয়েছে।

স্টকপোর্টে কনস্ট্রাকশন কাজে চারজন অবৈধ কর্মী নিয়োগের জন্য ১,৮০,০০০ পাউন্ড জরিমানা করা হয়।

এইচএম ইন্সপেক্টর রায়ান মুর বলেছেন, ” এই ইমিগ্রেশন অভিযানে আমাদের বিশাল সাফল্য ছিল এবং আমি আমাদের অফিসারদের ধন্যবাদ জানাই যারা দক্ষতার সাথে এই অভিযান সম্পন্ন করেছেন”

হোম অফিস জানিয়েছে, গ্রেপ্তারকৃত ১৩ জন ব্যক্তি সাবকন্ট্রাক্ট শ্রমিক এবং ইস্পাত-ফিক্সার হিসাবে কাজ করছিল। হোম অফিস জানিয়েছে গ্রেফতারকৃতদের দ্রুততার সহিত যুক্তরাজ্য থেকে সরানো হবে।

উল্লেখ্য যে, অবৈধ ব্যক্তিদের কাজে নিয়োগ করে আইন লঙ্ঘন করলে জরিমানা একজন শ্রমিকের জন্য ১৫,০০০ পাউন্ড থেকে ৪৫,০০০ পাউন্ডে উন্নীত করা হয়েছে। কাজে নিয়োগকারী প্রতিষ্ঠানকে জরিমানা পরিশোধ করার জন্য আইন জারি করেছে সরকার।

সূত্রঃ বিবিসি

এম.কে
২৭ মার্চ ২০২৪

আরো পড়ুন

প্রপার্টি রিপোজেশন – Property Repossession

অনলাইন ডেস্ক

জুয়ার ওয়েবসাইটে অ্যাম্বাসেডর সাকিব!

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে চালকের ভুলে শিশুর মৃত্যু, তবে ভিন্ন দাবি করছেন চালকের আইনজীবী