2.9 C
London
January 6, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ভারী তুষারপাত ও হিমশীতল বৃষ্টি আঘাত হানতে চলেছে, সতর্কতা জারি

যুক্তরাজ্যের মেট অফিস সতর্ক করেছে যে উত্তর ইংল্যান্ড এবং পেনাইনসে রাতারাতি ৪০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে, ইতিমধ্যে তাপমাত্রা -৮.৬°C-এ নেমে গিয়েছে।

এই সপ্তাহান্তে ভারী তুষারপাত ও হিমশীতল বৃষ্টির পূর্বাভাসের কারণে ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসে আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে।

ওয়েলস, উত্তর-পশ্চিম ইংল্যান্ড, ইস্ট মিডল্যান্ডস এবং ওয়েস্ট মিডল্যান্ডসের জন্য একটি হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে।

এদিকে, শনিবার সকালে পূর্ব স্কটল্যান্ডে (অ্যাবারডিন, পার্থ এবং ইনভারনেসসহ) আরেকটি হলুদ সতর্কবার্তা জারি করা হয়। যা সোমবার সকাল পর্যন্ত কার্যকর থাকবে।

মেট অফিসের একজন মুখপাত্র জানিয়েছেন, শনিবার রাতে অ্যাবারডিনশায়ারের অ্যাবয়ন এলাকায় তাপমাত্রা -৮.৬°C-এ নেমে গিয়েছে।

তুষারপাত ও বরফের কারণে ওয়েলস, মিডল্যান্ডস এবং উত্তর ইংল্যান্ডে ইতিমধ্যেই দুটি হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। মেট অফিস জানিয়েছে বরফে আটকে পড়া, যানবাহন, রেল ও বিমান চলাচলে দেরি বা বাতিল এবং বিদ্যুৎ বিভ্রাটের সম্ভাবনা রয়েছে।

তাছাড়া বিভিন্ন গ্রামীণ এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে। সেইসব এলাকার কিছু অঞ্চলে ৩০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে।

জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রাতে দক্ষিণ ও মধ্যাঞ্চলজুড়ে তুষারপাতের কারণে সড়ক যোগাযোগ ব্যাহত হতে পারে।

যুক্তরাজ্যের কটসওল্ডস এবং পিক ডিস্ট্রিক্টে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবার গেন্ট পুলিশের পক্ষ থেকে কালো বরফের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছিল।

উত্তর ইংল্যান্ডে সড়ক ব্যবহারকারীদের জানানো হয়েছে যে, A66 ওল্ড স্পিটাল, A628 উডহেড পাস এবং M62-এ উইন্ডি হিল অঞ্চলে ২৫ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে।

মেট অফিসের আবহাওয়াবিদ গ্রেগ ডিউহার্স্ট বলেছেন,
“এই সপ্তাহান্তে যুক্তরাজ্যের বিভিন্ন অংশে তুষারপাত এবং বরফের সতর্কতা রয়েছে। ইংল্যান্ড ও ওয়েলসের বড় অংশ এবং স্কটল্যান্ডের উত্তরের অঞ্চলগুলো প্রভাবিত হবে।

শনিবার থেকে রোববার পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েলসের উচ্চভূমিতে উল্লেখযোগ্য তুষারপাত হবে, পেনাইনসে ৪০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাতের সম্ভাবনা রয়েছে।”

প্রথম হলুদ সতর্কতা শনিবার সন্ধ্যা ৬টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত কার্যকর থাকবে। এটি ওয়েলস, মিডল্যান্ডস এবং উত্তর-পশ্চিম ইংল্যান্ডে প্রভাব ফেলবে।

দ্বিতীয় সতর্কতা, যা পেনাইনস, লেক ডিস্ট্রিক্ট এবং ইয়র্কশায়ারকে প্রভাবিত করবে, শনিবার রাত ৯টা থেকে রবিবার মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে।

শনিবার দুপুর থেকে রবিবার মধ্যরাত পর্যন্ত ইংল্যান্ডের বেশিরভাগ অংশে এই সতর্কতা কার্যকর থাকবে।

উত্তর আয়ারল্যান্ডেও শনিবার রাত ৯টা থেকে রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত একই ধরনের সতর্কতা কার্যকর থাকবে।

বরফ জমে যাওয়ার কারণে শনিবার সারে’র স্যান্ডাউন পার্কের ঘোড়দৌড় প্রতিযোগিতা বাতিল করা হয়েছে।চেলটেনহাম টাউনের ফুটবল ম্যাচ এবং স্কটিশ প্রফেশনাল ফুটবল লিগের কিছু ম্যাচও বাতিল হয়েছে। লন্ডন এবং দক্ষিণ ইংল্যান্ডে গৃহহীনদের জন্য জরুরি আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

মেট অফিসের প্রধান আবহাওয়াবিদ জেসন কেলি বলেন, “ওয়েলস, মিডল্যান্ডস এবং উত্তর ইংল্যান্ডে উল্লেখযোগ্য তুষারপাত হতে পারে। শক্তিশালী বাতাসের কারণে বরফ জমে যাওয়ার ঝুঁকি রয়েছে।”

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
০৫ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে কিশোর গ্যাংকে থামাতে শাস্তি দেয়া হতে পারে অভিভাবকদের

সন্ত্রাসী হামলা মোকাবেলায় প্রস্তুত লন্ডন

অনলাইন ডেস্ক

জাতীয়তা দেখে এবং ক্রাইম রেইটের উপর ভিত্তি করে যুক্তরাজ্যে ভিসা দেয়ার প্রস্তাব