5.4 C
London
February 28, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে মার্চ মাসে ডাস্টবিন বাইরে রাখলেই জরিমানার শঙ্কা

যুক্তরাজ্যে কাউন্সিলের কিংডম লোকাল অথোরিটি সাপোর্ট জনগণকে সতর্ক করে বলেছে, যারা বর্জ্য ফেলার পরিকল্পনা করছেন, তাদের অবশ্যই যাচাই করা উচিত, সংগ্রহকারীদের কাছে বর্জ্য ট্রান্সফার নোট রয়েছে কি না।

যুক্তরাজ্যের বাড়ির মালিকদের সতর্ক করা হচ্ছে একটি ‘কম পরিচিত’ নিয়ম সম্পর্কে, যা মানা না হলে বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে হতে পারে।

কিংডম লোকাল অথোরিটি সাপোর্ট , যারা যুক্তরাজ্যজুড়ে কাউন্সিলগুলোকে আবর্জনা ও অবৈধ বর্জ্য ফেলা (ফ্লাই-টিপিং) বন্ধ করতে সহায়তা করে, তারা নাগরিকদের পরামর্শ দিচ্ছে যে, যারা তাদের আবর্জনা সংগ্রহ করছে, তাদের কাছে একটি Waste Transfer Note থাকা জরুরি। চার অংশবিশিষ্ট এই নথিটি আপনাকে সমস্যার হাত থেকে রক্ষা করতে পারে, যদি আপনার বর্জ্য ভুলভাবে ফেলা হয়।

অনেক ক্ষেত্রে প্রতারক বর্জ্য সংগ্রহকারী দল পরিষেবার জন্য টাকা নেয়, কিন্তু পরে তা অবৈধভাবে ফেলে দেয়—ফলে আপনি আইনি জটিলতায় পড়তে পারেন। যুক্তরাজ্যে ফ্লাই-টিপিং (অবৈধ বর্জ্য ফেলা) একটি বড় সমস্যা, যেখানে ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে স্থানীয় কর্তৃপক্ষ ১০.৮ মিলিয়ন ঘটনার মোকাবিলা করেছে।

কিংডম LAS-এর প্রধান পরিচালন কর্মকর্তা জন রবার্টস সতর্ক করে বলেছেন, ” আমরা প্রায়ই দেখি, প্রচুর পরিমাণে বর্জ্য ফেলা হয়, যেখানে মানুষের বাড়ির আবর্জনা রাস্তায় বা প্রধান সড়কের পাশে পড়ে থাকতে দেখা যায়।”

তিনি আরও বলেন:
“এটি প্রায়শই ভুয়া বর্জ্য সংগ্রহকারীদের কারণে ঘটে,  কেউ হয়তো তাদের টাকা দিয়ে আবর্জনা সংগ্রহ করিয়েছেন, কিন্তু তারা পরে বর্জ্য যত্রতত্র ফেলে দেয়।”

জন রবার্টস পরামর্শ দেন:
“বর্জ্য নিষ্পত্তির ক্ষেত্রে বাড়ির মালিকদের প্রধান চিন্তা হওয়া উচিত যে, যাকে আপনি দায়িত্ব দিচ্ছেন, সে কি আপনাকে Waste Transfer Note দিতে পারবে? এটি থাকলে, আপনার বর্জ্য যদি অবৈধভাবে ফেলা হয়, তাহলে আপনি দায়মুক্ত থাকবেন।

“Waste Transfer Note আইনত বর্জ্যের দায়িত্ব কোম্পানি বা ব্যক্তির ওপর স্থানান্তর করে, যারা এই নথি প্রদান করেছে। এতে করে, যদি বর্জ্য ঠিকমতো নিষ্পত্তি না হয়, তাহলে আপনাকে দায়ী করা যাবে না। সাধারণত, যারা এই নথি দিতে পারে, তারা বেশি নির্ভরযোগ্য হয়।”

গত বছর ফ্লাই-টিপিংয়ের জন্য সর্বোচ্চ জরিমানা £৪০০ থেকে বাড়িয়ে £১,০০০ করা হয়েছে। এর অর্থ হলো, বাড়ির মালিকদের জন্য বড় আর্থিক জরিমানার ঝুঁকি রয়েছে, যদি তারা Waste Transfer Note চেয়ে না নেয়।

বার্মিংহাম লাইভের প্রতিবেদনে বলা হয়েছে, অন্যান্য গুরুত্বপূর্ণ নথির মতো বর্জ্যের একটি চালান বিল বা রসিদও রাখা উচিত, যা প্রমাণ করে যে, বর্জ্য সংগ্রহ করা হয়েছে এবং এর জন্য টাকা পরিশোধ করা হয়েছে।

সূত্রঃ দ্য মিরর

এম.কে
২৮ ফেব্রুয়ারি ২০২৫

আরো পড়ুন

ভিড় বেড়েছে লন্ডনের প্রপার্টি মার্কেটে

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে দারুল হাদিস লতিফিয়া মাদরাসার ইফতার মাহফিল সম্পন্ন

নিউজ ডেস্ক

দাদার বিদায়ে রাজপরিবারের সঙ্গে প্রিন্স হ্যারি

অনলাইন ডেস্ক