TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে মেট পুলিশের বিলম্বিত এস্টেট পরিকল্পনা নিয়ে ঝড়ঃ মেয়রকে বিশেষ বৈঠকে ডেকেছে কমিটি

মেট পুলিশের বহু প্রতীক্ষিত এস্টেটস স্ট্র্যাটেজির খসড়া নির্বাচিত সদস্যদের না দিয়ে প্রথমে লন্ডনের মেয়র সাদিক খানের নিযুক্ত পুলিশিং বোর্ডের সঙ্গে শেয়ার করায় লন্ডন অ্যাসেম্বলিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অ্যাসেম্বলির পুলিশ অ্যান্ড ক্রাইম কমিটির চেয়ারম্যান মেরিনা আহমেদ বলেছেন, নির্বাচিত প্রতিনিধিদের উপেক্ষা করে মেয়রের নিয়োগপ্রাপ্ত বোর্ডকে তথ্য দেওয়া “চরম হতাশাজনক”।

বছরের পর বছর ধরে কমিটি মেট পুলিশের এস্টেটস স্ট্র্যাটেজি পর্যালোচনার জন্য প্রস্তুত হওয়ার তারিখ জানতে চাইছিল। কিন্তু বারবার আশ্বাস সত্ত্বেও তারা এখনো খসড়া নথিও দেখতে পায়নি। মেরিনা আহমেদ অভিযোগ করেন, বারবার অনুরোধের পরেও কমিটিকে “অন্ধকারে রাখা হয়েছে”, অথচ নির্বাচিত নন এমন লন্ডন পুলিশিং বোর্ডের সদস্যরা নথিটি আগে দেখে ফেলেছেন।

 

বিশাল গুরুত্বের এই নথিতে মেট পুলিশের সব ভবনের ভবিষ্যৎ ব্যবহার—এমনকি আগের সাশ্রয়ী পরিকল্পনায় বন্ধ হয়ে যাওয়া বহু পুলিশ স্টেশনের পরবর্তী সিদ্ধান্তও—স্পষ্টভাবে উল্লেখ থাকবে। বছরের পর বছর বিলম্বিত এই স্ট্র্যাটেজি এই গ্রীষ্মে প্রকাশের কথা থাকলেও এখন বলা হচ্ছে বড়দিনের আগেই তা চূড়ান্ত হবে।

স্বচ্ছতা প্রশ্নে ক্ষোভ প্রকাশ করে কমিটি তাদের বিশেষ ক্ষমতা ব্যবহার করে ১৮ ডিসেম্বর মেয়র সাদিক খান ও পুলিশের ডেপুটি মেয়রকে এক ব্যতিক্রমী বৈঠকে হাজির হওয়ার সমন পাঠিয়েছে। কমিটি জানিয়েছে, এ ধরনের ক্ষমতা খুব কম ক্ষেত্রেই প্রয়োগ করা হয়, যা ঘটনাটির গুরুত্বকে স্পষ্ট করে।

কমিটির কনজারভেটিভ ডেপুটি চেয়ারম্যান সুসান হল বলেন, “আমি গভীরভাবে ক্ষুব্ধ। নির্বাচিত গণতান্ত্রিক তদারকি সংস্থাকে এভাবে পাশ কাটানো গণতান্ত্রিক দায়বদ্ধতাকে উপহাস করার শামিল।” লিবারেল ডেমোক্র্যাট সদস্য গ্যারেথ রবার্টসও একই সুরে বলেন, “এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। নির্বাচিত প্রতিনিধিদের বছরের পর বছর ধরে অন্ধকারে রেখে মেয়রের অনির্বাচিত বোর্ডকে নথি দিয়ে দেওয়া লন্ডনবাসীকে অন্ধকারে রাখার আরেক উদাহরণ।”

মেয়র কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এস্টেটস স্ট্র্যাটেজি এখনও চূড়ান্ত হয়নি এবং “লন্ডনবাসীর প্রত্যাশার মতোই” এর জন্য ব্যাপক পেশাদারি পরামর্শ নেওয়া হয়েছে। নথিটি শেষ হলেই তা লন্ডন অ্যাসেম্বলির সঙ্গে শেয়ার করা হবে বলে মেয়রের মুখপাত্র জানিয়েছেন।

সূত্রঃ বিবিসি

এম.কে

আরো পড়ুন

ইস্ট লন্ডনে ১৫ তলা বিল্ডিংয়ের জানালা দিয়ে পড়ে গিয়ে এক শিশুর মৃত্যু

আশ্রয়প্রার্থী স্থানান্তর গতিশীল করতে রুয়ান্ডায় বৃটিশ স্বরাষ্ট্রমন্ত্রী

২০ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দিয়েছে দক্ষিণ লন্ডনের দুটি কাউন্সিল

অনলাইন ডেস্ক