18.1 C
London
September 17, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে রাজ্যাভিষেকের প্রেক্ষিতে নতুন মুদ্রা আসছে বাজারে

১ পেনি,২ পেনি , ৫ পেনি, ১০ পেনি, ২০ পেনি, ৫০ পেনি,  ১ পাউন্ড এবং ২ পাউন্ডের নতুন ডিজাইন করা মুদ্রা খুব শীঘ্রই যুক্তরাজ্যের জনসাধারণের হাতে ব্যবহারের জন্য উন্মুক্ত হবে বলে নিশ্চিত করেছে স্কাই নিউজ।

রাজার রাজ্যাভিষেকের প্রেক্ষিতে গত মাসে রয়্যাল মিন্ট নতুন মুদ্রাসমূহ উন্মোচন করেছিল বলে জানা যায়। পুরাতন মুদ্রায় বিভিন্ন পরিবর্তন এনে নতুন মুদ্রা সাজিয়েছে রয়্যাল মিন্ট বলে জানায় সংবাদমাধ্যম।

মুদ্রাগুলি ইতিমধ্যে জনসাধারণের জন্য উন্মুক্ত করার ঘোষণা দেয়া হয়েছে এবং নভেম্বরের শেষের দিকে পাবলিকের হাতে ব্যবহারের জন্য পৌঁছাবে বলে জানা যায়।

এম.কে
০২ নভেম্বর ২০২৩

আরো পড়ুন

বৈচিত্র্যময় রন্ধনশৈলীর উৎসবে বার্মিংহামঃ ১ আগস্ট থেকে শুরু এক মাসের খাদ্য উৎসব

বিলেতে মর্গেজ নেওয়ার বয়সসীমা

হাজারা সংখ্যালঘুদের ‘নির্যাতন ও গণহত্যা’ করেছে তালেবান