TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে লিডসের পাবে পাওয়া গেলো নবজাতক শিশুর লাশ

রবিবার যুক্তরাজ্যের লিডসের একটি পাবের টয়লেটে একজন নবজাতক শিশুর মৃতদেহ পাওয়া গিয়েছে। তথ্যানুযায়ী জানা যায় নবজাতকটি মেয়ে শিশু ছিল।

পাবের টয়লেটে লাশ খুঁজে পাওয়ার সাথে সাথে পুলিশ ও প্যারামেডিকসকে জানানো হয়। আনুমানিক বিকাল ৪:৪৫ মিনিটে প্যারামেডিকস এসে পৌঁছে এবং নবজাতক শিশুটিকে মৃত বলে ঘোষণা করে।

ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং শিশুটির মাকে তাদের সাথে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে।

ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশের ডিসিআই জেমস এন্টুইস্টল বলেন,” এটি একটি মর্মান্তিক ঘটনা এবং আমরা জরুরিভাবে শিশুটির মাকে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছি। মায়েরও চিকিৎসা সহায়তার প্রয়োজন হতে পারে। শিশুটির মা যদি পুলিশের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তবে তিনি 101 নাম্বারে কল করতে পারেন। যদি তিনি পুলিশের সাথে কথা বলতে না চান তবে তিনি 0113 3926731 নাম্বারে লিডস প্রসূতি মূল্যায়ন ইউনিটের সাথে যোগাযোগ করতে পারেন।”

উল্লেখ্য যে, কিছুদিন আগে ইস্টহামে তোয়ালে মোড়ানো অবস্থায় একজন বাচ্চাকে পাওয়া গিয়েছিল শপিং ব্যাগের ভিতরে। এলসা নামের সেই শিশুর মায়ের দাবি নিয়ে কেউ এখনও পুলিশ বিভাগের সাথে যোগাযোগ করেনি বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়।

সূত্রঃ দ্য স্ট্যান্ডার্ড

এম.কে
২৯ জানুয়ারি ২০২৪

 

আরো পড়ুন

ব্রেক্সিটের পর মিলিয়ন পাউন্ডের বাণিজ্য শুল্ক

অনলাইন ডেস্ক

স্যার কিয়ার স্টারমার কর্তৃক আগাম সাধারণ নির্বাচন আয়োজনের সম্ভাবনা নাকচ

যুক্তরাজ্যে জন লুইসের হাজার হাজার কর্মী ছাটাইয়ের ঘোষণা