12.6 C
London
October 28, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে শিশুর জন্য বছরে ২ কোটি টাকা বেতনের টিউটর চান অভিজাত দম্পতি

লন্ডনের উপকণ্ঠে এক ধনী পরিবার তাদের এক বছরের শিশুকে ভবিষ্যতে ইটনের মতো শীর্ষ বিদ্যালয়ে ভর্তি করানোর লক্ষ্যে এমন একজন টিউটর খুঁজছে, যিনি শিশুকে দিতে পারবেন “সম্পূর্ণ ব্রিটিশ সাংস্কৃতিক পরিবেশ”। ওই টিউটরের বার্ষিক বেতন ধরা হয়েছে £১৮০,০০০ — যা প্রায় ২ কোটি টাকার সমান।

 

এই বিজ্ঞাপনটি দিয়েছে টিউটর্স ইন্টারন্যাশনাল, যারা নিজেদের পরিচয় দেয় “প্রাইভেট টিউটরিং জগতের হাতে তৈরি বেন্টলি” হিসেবে। বিজ্ঞাপনে বলা হয়েছে, পরিবারটি চায় তাদের সন্তান “প্রকৃত দ্বিসাংস্কৃতিক” পরিবেশে বড় হয়ে উঠুক। বড় সন্তানের ক্ষেত্রে তারা পাঁচ বছর বয়সে টিউটর নিয়োগ করেছিলেন, কিন্তু এখন তারা মনে করছেন এটি অনেক দেরি হয়ে গিয়েছিল। তাই এক বছরের শিশুর জন্যই এখন টিউটর খোঁজা হচ্ছে।

বেতনের পাশাপাশি যোগ্যতার শর্তও এখানে অসাধারণ। নির্বাচিত প্রার্থীর ব্রিটিশ ‘রিসিভড প্রোনানসিয়েশন’ উচ্চারণ থাকতে হবে, জানতে হবে সঙ্গীত তত্ত্ব, ক্রিকেট, টেনিস, রাগবি, পোলো ও রোয়িংয়ের নিয়মকানুন। এছাড়া শিশুর আচরণ, হাত-চোখের সমন্বয় ও সামাজিক সৌজন্যবোধ গড়ে তোলার ক্ষমতা থাকতে হবে। টিউটরকে প্রাথমিক শিক্ষাব্যবস্থা যেমন মন্টেসরি ও রেজিও এমিলিয়া পদ্ধতি সম্পর্কে ধারণা রাখতে হবে এবং প্রাথমিক চিকিৎসায় প্রশিক্ষিত হতে হবে।

তুলনায়, ইংল্যান্ডে অভিজ্ঞ কোনো নার্সারি ম্যানেজারের বার্ষিক বেতন সাধারণত £৩৫,০০০-এর বেশি নয়। অথচ এই টিউটরের জন্য প্রার্থীর কাছ থেকে চাওয়া হচ্ছে “ইংল্যান্ডের সেরা স্কুল ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা”, “সামাজিকভাবে উপযুক্ত পরিবারে বেড়ে ওঠা”, এবং “চমৎকার আচরণ, উচ্চ রুচিবোধ ও ব্যক্তিগত মূল্যবোধসম্পন্ন” হওয়ার নিশ্চয়তা।

চাকরির সুবিধার মধ্যে রয়েছে ফ্রি পার্কিং ও বছরে চার সপ্তাহের ছুটি, তবে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। বিজ্ঞাপনে বলা হয়েছে, পরিবার আশা করে তাদের সন্তান ভবিষ্যতে ইটন, সেন্ট পলস, ওয়েস্টমিনস্টার বা হ্যারোর মতো শীর্ষ বিদ্যালয়ে ভর্তি হতে পারবে।

“ছেলেটিকে এমন সব অভিজ্ঞতার মধ্যে রাখা জরুরি, যা তার অভ্যাস, রুচি, দৃষ্টিভঙ্গি ও খেলাধুলার পছন্দ গঠনে সাহায্য করবে,” বলা হয়েছে বিজ্ঞাপনে। “লর্ডস, উইম্বলডন বা টুইকেনহ্যামের মতো জায়গায় ভ্রমণ, মিউজিয়াম ও থিয়েটার ভিজিট — সবই হবে শেখার অংশ, যেখানে শিক্ষাটি ঘটবে আনন্দের মাধ্যমেই।”

যদিও শিশুটির বয়স মাত্র এক বছর, তবুও পরিবারটি বিশ্বাস করে— সঠিক টিউটর ও পরিবেশের মধ্য দিয়ে তার ব্যক্তিত্ব গড়ে তোলা সম্ভব। টিউটর্স ইন্টারন্যাশনাল জানিয়েছে, বিজ্ঞাপনটি এবং পরিবার দুটোই বাস্তব, এবং আগ্রহী প্রার্থীদের অবশ্যই প্রাইভেট রেসিডেন্স, দূতাবাস বা রাজপরিবারের পরিবেশে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে কেয়ার ওয়ার্কার ভিসার গোলকধাঁধা ফেঁসে গিয়েছেন প্রবাসী কর্মীরা

প্রীতি প্যাটেলের বুলিং ইস্যুতে আইনি চ্যালেঞ্জে বরিস জনসনের সরকার

অনলাইন ডেস্ক

অসুস্থ হয়ে  হাসপাতালে প্রিন্স ফিলিপ