TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে সাংস্কৃতিক কর্মীদের ভিসা প্রত্যাখ্যানের হার বাড়ছে আশঙ্কাজনকভাবে

যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নে এশিয়ান ও আফ্রিকান নাগরিকদের জন্য ভিসা প্রত্যাখ্যানের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ভিসা প্রত্যাখানের শিকার হচ্ছেন আফ্রিকান ও এশিয়ান দেশের শিল্পীরাও। ভিসা প্রত্যাখ্যান হওয়ায় আফ্রিকান এবং এশিয়ান বিভিন্ন দেশের শিল্পীরা তাদের জন্য ‘অপমানজনক’ বলে নিন্দা জানিয়েছেন।

বিভিন্ন ধরনের শিল্পীদের ভিসা প্রত্যাখ্যানের হার ৭০% বৃদ্ধি পেয়েছে বলে জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী। সংষ্কৃতি কর্মী ও সংগীতজ্ঞদের মতে, ভিসা প্রত্যাখানের হার বৃদ্ধি বৈশ্বিক সাংস্কৃতিক বৈচিত্র্যকে ক্ষতিগ্রস্থ করবে এবং বর্ণবাদকে উসকে দিবে।

বিশ্লেষণে দেখা গেছে যে যুক্তরাজ্য গত বছর ভিসা অ্যাপ্লিকেশন ফি’স হতে ৪৪ মিলিয়ন পাউন্ড আয় করেছে। তাছাড়া ইইউ ভিসা প্রত্যাখ্যান ফি’স হতে ১১০ মিলিয়ন পাউন্ড আয় করেছে নিম্ন-মধ্যম আয়ের দেশগুলি থেকে।

২০২৪ সালে যুক্তরাজ্যে স্ট্যান্ডার্ড শর্ট টার্ম ভিজিটর ভিসা আবেদন ফি বেড়ে ১০০ পাউন্ড থেকে ১১৫ পাউন্ডে উন্নীত হয়েছে বলে তথ্যমতে জানা যায়। ইইউতে ভিসার আবেদন ফি’স ৮০ পাউন্ড থেকে বেড়ে ৯০ পাউন্ড করা হয়েছে।

ব্রিটিশ কবি ও সম্প্রচারক লেমন সিসে আফ্রিকান ও এশিয়ান সাংষ্কৃতিক কর্মীদের ভিসা প্রত্যাখ্যান নিয়ে বলেন, এই ধারা খুবই লজ্জার কারণ এতে বর্ণের প্রতিনিধিত্বকারীদের প্রতি নেগেটিভ বার্তা দেয়া হচ্ছে।

ঘানাইয়ান-স্কটিশ লেখক এবং স্থপতি লেসলে লোকো বলেন, ভিসার জন্য অ-ফেরতযোগ্য ফি’স খুবই “আপত্তিজনক”। যারা ভিসা পাচ্ছে না তাদের নিকট হতে অর্থ গ্রহণ এবং সেটা ফেরত না দেয়া প্রীতিকর নয়।

ব্রিটিশ সংবাদমাধ্যমের বিশ্লেষণে দেখা যায় যে নাইজেরিয়া, ঘানা এবং সেনেগালের মতো দেশের সংষ্কৃতি কর্মীদের ক্ষেত্রে ইইউ ভিসার প্রত্যাখ্যানের হার ৪০%-৪৭% এর চেয়েও বেশি। আলজেরিয়ান সংষ্কৃতি কর্মীদের ব্রিটিশ ভিসা প্রত্যাখ্যানের হার সর্বোচ্চ ৭১%, তারপরে বাংলাদেশ ৫৩%, ঘানা, পাকিস্তান এবং নাইজেরিয়ার ৩০% থেকে ৪৬% এর মধ্যে বলে খবরে জানা যায়।

২০২৪ সালের মার্চ মাসে, যুক্তরাজ্যের হোম অফিস পর্তুগাল ভিত্তিক আফগান যুব অর্কেস্ট্রা-র ৪৭ সদস্যকে ভিসা দানে অস্বীকৃতি জানায়। পর্তুগাল ভিত্তিক আফগান যুব অর্কেস্ট্রা পরিচালক আহমদ সরমাস্ট বলেন, যুবা সাংষ্কৃতিক কর্মীদের প্রত্যাখ্যান দেখে তিনি হতবাক হয়ে যান।

অর্কেস্ট্রার পরিচালক আহমদ সরমাস্ট আরো বলেন, ইউরোপীয়দের জন্য “বিশ্ব উন্মুক্ত”, তবে “আফ্রিকা, মধ্য প্রাচ্য এবং এশিয়ান লোকদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসাবে চিহ্নিত করা হয়।

হোম অফিসের এক মুখপাত্রকে সাংষ্কৃতিক কর্মীদের ভিসা প্রত্যাখ্যান বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ” সমস্ত ভিসা আবেদনগুলি ইমিগ্রেশন বিধি অনুসারে বিবেচনা করা হয়। প্রত্যেক আবেদনে ব্যক্তিগত যোগ্যতাকে সাবধানতার সাথে বিবেচনা করা হয়।”

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
২৬ জুন ২০২৪

আরো পড়ুন

বড়দিনের ছুটিতে ব্রিটিশদের মানতে হবে ৫ নতুন নিয়ম

অনলাইন ডেস্ক

অভিবাসীদের দেশে ফিরে যেতে ধর্মীয় প্রাঙ্গণগুলোতে প্রচারণা চালানো হচ্ছে!

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে আর্কটিক থেকে ঠান্ডা বাতাসের সঙ্গে নামছে কনকনে শীত