14.9 C
London
March 26, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে সিভিল সার্ভিস থেকে ২ বিলিয়ন পাউন্ড সাশ্রয়ঃ ব্যাপক চাকরি হারানোর আশঙ্কা

যুক্তরাজ্য সরকারের মন্ত্রী র‍্যাচেল রিভস এই সপ্তাহে সিভিল সার্ভিসকে বছরে ২ বিলিয়ন পাউন্ড সাশ্রয় করার নির্দেশ দেবেন। যার ফলে ইউনিয়নগুলি বলেছে যে হাজার হাজার সরকারি চাকরি ছাঁটাই হতে পারে।

চ্যান্সেলর এবং ক্যাবিনেট অফিসের মন্ত্রী প্যাট ম্যাকফ্যাডেন, সমস্ত সরকারি বিভাগকে আগামী পাঁচ বছরে প্রশাসনিক ব্যয় ১৫ শতাংশ কমাতে বলবেন বলে জানা যায়।

ইউনিয়ন কর্তারা বলেছেন কর্তনের পরিমাণ সমগ্র সিভিল সার্ভিস বেতন বিলের প্রায় ১০ শতাংশ, যা হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা বাড়িয়েছে।

মন্ত্রিপরিষদ অফিসের একটি সূত্র দ্য টেলিগ্রাফকে জানিয়েছে: “আমাদের পরিবর্তনের পরিকল্পনা বাস্তবায়নের জন্য, আমরা সিস্টেমকে এমনভাবে পুনর্গঠন করব যাতে এটি ভবিষ্যতের জন্য উপযুক্ত হয়।

প্রশাসনিক ব্যয় হ্রাস করা আমাদের লক্ষ্য হলেও– শ্রেণীকক্ষে শিক্ষকের ঘাটতি করা হবে না এবং পুলিশকে আবারও তৎপর করে তোলা হবে।”

অর্থনীতিবিদরা বলেছেন মিস রিভসকে সরকারের আর্থিক অবস্থার প্রেক্ষিতে ৪ বিলিয়ন পাউন্ডের মোট কর্তনের পাশাপাশি বিভাগীয় বাজেটে বছরে ৫-৬ বিলিয়ন পাউন্ড খরচ বাঁচাতে হবে।

স্যার কেয়ার স্টারমার নিশ্চিত করতে চান কর্তনের প্রভাব যেন পুলিশ, হাসপাতাল এবং স্কুলের মতো ফ্রন্ট-লাইন পরিষেবাগুলিতে প্রভাব ফেলতে না পারে।

প্রধানমন্ত্রী তার ঘনিষ্ঠ মিত্র মিঃ ম্যাকফ্যাডেনকে সরকারের জন্য সঞ্চয় করার দায়িত্ব দিয়েছেন বলে তথ্যমতে জানা যায়।

মিঃ ম্যাকফ্যাডেন সরকারের সমস্ত বিভাগকে ২০৩০ সালের মধ্যে তাদের প্রশাসনিক বাজেট ১৫ শতাংশ কমাতে বলবেন বলে জানা গিয়েছে, যার ফলে বছরে কমপক্ষে ২.২ বিলিয়ন পাউন্ড সাশ্রয় হবে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী ২০২৮-২৯ সালের মধ্যে ১০ শতাংশ কর্তনের লক্ষ্য ধার্য্য করা হবে, যা প্রাথমিকভাবে আমলাতন্ত্রের খরচ থেকে প্রায় ১.৫ বিলিয়ন পাউন্ড সঞ্চয় করবে।

তবে ধারনা করা হচ্ছে কর্তনের বেশিরভাগই আসবে সরকারি কর্মচারীর সংখ্যা কমানোর মাধ্যমে।

এই পদক্ষেপগুলি মন্ত্রীদের হোয়াইটহল ইউনিয়নগুলির সাথে সংঘর্ষের পথে নিয়ে ফেলেছে বলে ধারনা করা হয়। ইউনিয়ন ইতিমধ্যে সতর্ক করেছিল জনসেবা ক্ষতিগ্রস্ত হবে যদি অধিক কর্মী ছাটাই করা হয়।

এফডিএ ইউনিয়নের সাধারণ সম্পাদক ডেভ পেনম্যান বলেছেন প্রস্তাবিত কর্তনগুলি সিভিল সার্ভিসের জন্য সমগ্র বেতন বাজেটের প্রায় ১০ শতাংশের সমতুল্য।

প্রসপেক্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক মাইক ক্ল্যান্সি বলেন, “সরকারকে মনে রাখতে হবে একটি সস্তা সিভিল সার্ভিস এবং একটি উন্নত সিভিল সার্ভিস কোনো অবস্থাতে এক নয়।

সকল ধরণের ভূমিকায় থাকা সিভিল কর্মচারীরা জনসাধারণকে সাহায্য করে এবং সরকারের পরিষেবা সমূহের লক্ষ্য পূরণ করে। তাদের ছাঁটাই অনিবার্যভাবে এমন একটি প্রভাব ফেলবে যা জনসাধারণ দ্রুত বুঝতে সক্ষম হবে।”

একজন ইউনিয়ন কর্মকর্তা দ্য টেলিগ্রাফকে বলেন, সিভিল সার্ভিসের আকার এখন প্রায় ২০ বছরের সর্বোচ্চ ৫,১৪,০০০ জন।

এই মাসের শুরুতে, মিঃ ম্যাকফ্যাডেন কম কর্মক্ষমতা সম্পন্ন কর্মকর্তাদের পদত্যাগ করতে উৎসাহিত করে সরকারি কর্মচারীদের সংখ্যা কমাতে একটি নতুন পরিকল্পনা উন্মোচন করেছিলেন।

প্রাক্তন টোরি চ্যান্সেলর জেরেমি হান্ট ২০২৩ সালে সিভিল সার্ভিসের আকার ছোট করার চেষ্টা করেছিলেন। যদিও এক বছরে কর্মীদের সংখ্যা ২৬,০০০ বৃদ্ধি পেয়েছে।

মন্ত্রীরা আরও আশঙ্কা করছেন, কর্মী ছাঁটাই পরিকল্পনা হয়ত সরকারের কারাকর্মী এবং বেনিফিট অ্যাসেসরদের মতো ফ্রন্ট-লাইন কর্মীদের ছাঁটাই করতে উৎসাহিত করবে। যা যুক্তরাজ্যের বিভিন্ন পরিষেবাতে মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এম.কে
২৫ মার্চ ২০২৫

আরো পড়ুন

পারমাণবিক অস্ত্রের মজুত বাড়াবে যুক্তরাজ্য

বেতন বৃদ্ধির পরেও জীবনযাত্রার ব্যয়ের সাথে তাল মিলাতে ব্যর্থ ব্রিটিশ জনগণ

শ্যোডো পররাষ্ট্রমন্ত্রীর পদ হতে পদত্যাগ করলেন লর্ড ডেভিড ক্যামেরন