TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে সৌর বিদ্যুৎ বিক্রির আয় গোপন থাকলেই জরিমানা, সতর্ক করল এইচএমআরসি

যুক্তরাজ্যে ছাদের ওপর সৌর প্যানেল স্থাপনকারী ৫৪ হাজারের বেশি পরিবার আসন্ন ৩১ জানুয়ারির মধ্যে সেলফ অ্যাসেসমেন্ট কর রিটার্ন জমা না দিলে এইচএমআরসির কাছ থেকে স্বয়ংক্রিয়ভাবে ১০০ পাউন্ড জরিমানার মুখে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।

 

বিশেষজ্ঞদের মতে, অনেক গৃহস্থই জানেন না যে অব্যবহৃত বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিক্রি করে পাওয়া আয় করযোগ্য হতে পারে। ফলে অজান্তেই তারা কর আইন লঙ্ঘনের ঝুঁকিতে পড়ছেন।

দ্য সোলার কো–এর প্রতিষ্ঠাতা জর্জ পেনি জানিয়েছেন, সৌর প্যানেল ব্যবহারকারীদের একটি বড় অংশই বুঝতে পারছেন না যে এই আয় কর রিটার্নে ঘোষণা করা বাধ্যতামূলক হতে পারে। তার মতে, এই অজ্ঞতার সুযোগেই বিপুলসংখ্যক পরিবার জরিমানার আওতায় চলে আসছে।

এইচএমআরসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে সেলফ অ্যাসেসমেন্ট জমা না দিলে কর দিতে না হলেও স্বয়ংক্রিয়ভাবে ১০০ পাউন্ড জরিমানা আরোপ করা হয়। সময়সীমা শেষ হবে ৩১ জানুয়ারি রাত ১২টায়।

এই ঝুঁকির বড় কারণ হলো স্মার্ট এক্সপোর্ট গ্যারান্টি (SEG) স্কিম। এই স্কিমের আওতায় সৌর প্যানেলধারীরা উদ্বৃত্ত বিদ্যুৎ বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে অর্থ পান। অনেক পরিবার এই পথেই বছরে ৩০০ পাউন্ড বা তার বেশি আয় করছেন।

২০২৫ সালে সৌর প্যানেল স্থাপনে রেকর্ড হয়েছে। বর্তমানে যুক্তরাজ্যে প্রায় ১৬ লাখ পরিবারে ফটোভোলটাইক সৌর প্যানেল স্থাপন করা হয়েছে, যার একটি বড় অংশ নিয়মিত SEG পেমেন্ট পাচ্ছে।
শিল্পখাতের হিসাব অনুযায়ী, প্রায় ৬ লাখের বেশি সৌর প্যানেল মালিক অজান্তেই এইচএমআরসির ১,০০০ পাউন্ড করমুক্ত ট্রেডিং অ্যালাওয়েন্স অতিক্রম করছেন। এই সীমা একক কোনো আয়ের জন্য নয়, বরং সব ধরনের অতিরিক্ত আয়ের মোট হিসাবের ওপর নির্ভরশীল।

SEG পেমেন্টের সঙ্গে যদি ফ্রিল্যান্স কাজ, পার্টটাইম ব্যবসা বা অন্য কোনো সাইড ইনকাম যুক্ত হয়, তাহলে খুব সহজেই এই সীমা ছাড়িয়ে যায়। একবার সীমা অতিক্রম করলেই সেলফ অ্যাসেসমেন্টে নিবন্ধন ও আয় ঘোষণা আইনগতভাবে বাধ্যতামূলক হয়ে পড়ে।
তথ্য বলছে, বর্তমানে যুক্তরাজ্যের প্রায় ৩৯ শতাংশ মানুষ কোনো না কোনো সাইড হাসলে যুক্ত, যা সৌর প্যানেল মালিকদের করঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে।

এইচএমআরসির পরিসংখ্যান অনুযায়ী, প্রতি বছর প্রায় ৯ শতাংশ করদাতা নির্ধারিত সময়ের মধ্যে কর রিটার্ন জমা দিতে ব্যর্থ হন। জর্জ পেনির সতর্কবার্তা অনুযায়ী, এবার এর বড় অংশ হতে পারেন সৌর প্যানেল ব্যবহারকারীরা।

তার ভাষায়, ৫৪,৫০০-এর বেশি পরিবার যদি সময়মতো রিটার্ন না দেয়, তাহলে ১০০ পাউন্ড জরিমানা তাদের বার্ষিক SEG আয়ের প্রায় এক-তৃতীয়াংশ মুছে দিতে পারে।
বর্তমানে যখন জ্বালানি ব্যয় ও জীবনযাত্রার খরচ বেড়েই চলেছে, তখন এই ধরনের জরিমানা অনেক পরিবারের জন্য বাড়তি চাপ তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, সৌর প্যানেল মালিকদের উচিত দ্রুত তাদের এনার্জি সাপ্লায়ার স্টেটমেন্ট পর্যালোচনা করা এবং এপ্রিল ২০২৪ থেকে এপ্রিল ২০২৫ পর্যন্ত মোট অতিরিক্ত আয় ১,০০০ পাউন্ড ছাড়িয়েছে কি না তা নিশ্চিত করা।
এইচএমআরসি পুনরায় জানিয়েছে, আয়ের উৎস যাই হোক না কেন, নিজের কর দায়বদ্ধতা জানা ও তা মেনে চলার সম্পূর্ণ দায়িত্ব ব্যক্তির ওপরই বর্তায়।

সূত্রঃ জিবি নিউজ

এম.কে

আরো পড়ুন

ব্রিটে‌নে ফি‌লি‌স্তি‌নের প‌ক্ষে লা‌খো মানুষের পি‌টিশন উঠ‌ছে সংস‌দে

যুক্তরাজ্যের ৫৩ বছরে মার্চের উষ্ণতম দিন

নিউজ ডেস্ক

রেল বিলম্বিত হওয়ায় রেকর্ড ক্ষতিপূরণ পেল যুক্তরাজ্যের রেলযাত্রীরা