TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে স্থানীয় নির্বাচনে লেবার পার্টির বড় জয়, কনজারভেটিরা ধরাশায়ী

ইংল্যান্ডে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টিকে হারিয়ে গুরুত্বপূর্ণ কাউন্সিলগুলোতে জয়ী হয়েছে বিরোধী দল লেবার পার্টি। আঞ্চলিক মেয়র পদও লেবার পেয়েছে।

যুক্তরাজ্যের ইংল্যান্ডে স্থানীয় নির্বাচনে বিরোধী দল লেবার পার্টির কাছে বড় ব্যবধানে ধরাশায়ী হয়েছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। ১০৭ টি কাউন্সিলে প্রায় ২ হাজার ৬০০ কাউন্সিলর নির্বাচন করতে এ ভোট হয়। এতে লেবার পার্টি বড় জয় পেয়েছে। কনজারভেটিভরা খুইয়েছে চারটি কাউন্সিল এবং ২০০ জনের বেশি কাউন্সিলর।

প্রধানমন্ত্রী ঋষি সুনাকের নির্বাচনী আসন ইয়র্ক এবং নর্থ ইয়র্কশায়ারের নতুন আঞ্চলিক মেয়র পদও লেবাররা পেয়েছে। জাতীয় নির্বাচনের আগে দিয়ে এবছর স্থানীয় নির্বাচনে লেবারের এই বিপুল জয় সামনে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ভরাডুবিরই ইঙ্গিত দিচ্ছে।

লেবার নেতা কিয়ার স্টারমারের ক্ষমতায় আসতে পারেন এবং কনজারভেটিভ দলের ১৪ বছরের সরকারের অবসান ঘটতে পারে তেমন সম্ভাবনাই দেখা যাচ্ছে।

সূত্রঃ বিবিসি

এম.কে
০৩ মে ২০২৪

আরো পড়ুন

সারাহ এভারার্ড ধর্ষণ ও হত্যার দায়ে পুলিশ কর্মকর্তার আজীবন কারাদণ্ড

যুক্তরাজ্যে মেট পুলিশের বিলম্বিত এস্টেট পরিকল্পনা নিয়ে ঝড়ঃ মেয়রকে বিশেষ বৈঠকে ডেকেছে কমিটি

অবৈধভাবে অভিবাসীদের পাচারের জন্য পূর্ব লন্ডনের দুই ব্যক্তি গ্রেফতার