যুক্তরাজ্যের ওয়েলসে ১০০টিরও বেশি মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে সুপারমার্কেট চেইনস্টোর Asda-কে মোট £657,115 জরিমানা করেছে কার্ডিফ ম্যাজিস্ট্রেট আদালত।
লেকউইথ রোড, ক্যানটন এবং পেন্টউইনের অ্যাসদা শাখা থেকে ক্রেতারা মেয়াদোত্তীর্ণ খাদ্য কেনার পর অভিযোগ দাখিল করেন। তদন্তে উঠে আসে, চার মাসে দোকানগুলোর তাক থেকে অন্তত ১১৫টি মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া গেছে।
কিছু পণ্যের মধ্যে ছিল উচ্চ-ঝুঁকিপূর্ণ খাদ্য যেমন—মাংস এবং দুগ্ধজাত দ্রব্য। একটি পণ্যের মেয়াদ পেরিয়ে গিয়েছিল সাত দিন আগেই। এমনকি অভিযোগের কয়েক মাস পরও দোকানে মেয়াদোত্তীর্ণ ছয়টি পণ্য পাওয়া যায়।
যুক্তরাজ্যের খাদ্য আইন অনুযায়ী, কোনো খাবারের use-by তারিখ পেরিয়ে গেলে তা বিক্রি করা সম্পূর্ণ অবৈধ।
আসামিপক্ষে আইনজীবী ইয়ান ম্যাকডোনাল্ড আদালতে বলেন, অ্যাসদা এখন খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে নতুন মনিটরিং ব্যবস্থা চালু করেছে। এই নতুন সিস্টেমে ১ লাখ ৫ হাজার কর্মীর প্রশিক্ষণে খরচ হয়েছে ৬ লাখ পাউন্ড, পরামর্শ খাতে ব্যয় হয়েছে আরও ১০ লাখ পাউন্ড।
বিচারক শার্লট মারফি বলেন, অ্যাসদার ব্যবস্থা থাকলেও তা ছিল অপর্যাপ্ত এবং এসব ঘটনা বিচ্ছিন্ন নয়। যদিও তিনি একে ‘নিম্ন ঝুঁকির’ ঘটনা হিসেবে আখ্যা দেন, তবুও General Food Regulations 2004 ভঙ্গের দায়ে প্রতিটি অপরাধে £160,000 করে জরিমানা ধার্য করেন—মোট £640,000। অতিরিক্ত কোর্ট ফি মিলিয়ে মোট জরিমানা দাঁড়ায় £657,115। এই অর্থ ২৮ দিনের মধ্যে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
কার্ডিফ কাউন্সিল-এর ক্যাবিনেট সদস্য নরমা ম্যাকি বলেন, “অ্যাসদা ভোক্তাদের প্রত্যাশিত মান পূরণে ব্যর্থ হয়েছে। তাদের সিস্টেম ছিল একেবারেই দুর্বল। আশা করছি, তারা ভবিষ্যতের জন্য যথাযথ ব্যবস্থা নেবে।”
এটাই অ্যাসদার প্রথমবারের মতো এমন ঘটনা নয়। চলতি বছরের এপ্রিলেও কর্নওয়ালের দুটি দোকানে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির দায়ে £410,000 জরিমানা করা হয়। আর ২০২৪ সালের অক্টোবরে ডার্বির দোকানে ছয় মাস পুরনো খাবার বিক্রির অভিযোগে £250,000 জরিমানা করা হয়েছিল।
সূত্রঃ দ্য মেট্রো
এম.কে
১৬ জুলাই ২০২৫