TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ১ মাইল দীর্ঘ পিঁপড়ার ঝাঁক

যুক্তরাজ্যের দক্ষিণ উপকূলে একটি আবহাওয়া রাডারে উড়ন্ত পিঁপড়ার এক মাইল লম্বা ঝাঁক ধরা পড়েছে।

শুক্রবার যুক্তরাজ্যের আবহাওয়া পরিষেবা প্রতিষ্ঠান মেট অফিস পিঁপড়ার এই ঝাঁক শনাক্ত করে। দিনটিকে ‘উড়ন্ত পিপড়া দিবস’ হিসাবে চিহ্নিত করা হয়েছে।

মেট অফিসের কর্মকর্তা সাইমন পাটট্রিজ বলেন, যুক্তরাজ্যের দক্ষিণ অংশে বছরের এই সময়ে প্রতি সপ্তাহে অন্তত একবার ডানাযুক্ত পোকা বৃষ্টির রাডারে ধারা পড়ে। তখন তাদের সাধাণরত কয়েক মাইলজুড়ে উড়তে দেখা যায়। বৃষ্টি থাকলে তাদের উড়তে দেখা যায় না।

ভেজা আবহাওয়ার কারণে শনিবার কোনো ঝাঁক ধরা পড়েনি বলে জানান তিনি। পুরুষ এবং নতুন রানি পিঁপড়ারা মিলিত হতে যখন বাসা ছেড়ে চলে যায় তখন তাদের এ ঝাঁক দেখা যায়। রয়্যাল সোসাইটি অব বায়োলজি অনুযায়ী, জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রায় ৯৬ শতাংশ দিনে পিঁপড়ার ঝাঁক দেখা যায়।

এম.কে
১০ জুলাই ২০২৩

আরো পড়ুন

আফগান আশ্রয় প্রকল্প ফাঁসঃ দাঙ্গার আশঙ্কায় ব্রিটিশ সরকার

অভিযোগ-অভ্যন্তরীণ সংকটে ‘ইওর পার্টি’ থেকে দ্বিতীয় এমপি ইকবাল মোহাম্মদের পদত্যাগ

বিনামূল্যে কর্মসংস্থান ও দক্ষতা অর্জনের সুযোগ দিচ্ছে ব্রিটিশ সরকার

অনলাইন ডেস্ক