8.8 C
London
March 1, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ২০২৪ সাল হতে হ্রাস পেয়েছে কেয়ার ওয়ার্কার ভিসা এবং আশ্রয় মঞ্জুরের হার

সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, ২০২৪ সাল হতে স্বাস্থ্য ও পরিচর্যা কর্মীদের ভিসা এবং আশ্রয় মঞ্জুরের হার ব্যাপকহারে কমে গেছে।

আশ্রয় (Asylum):

সর্বশেষ ত্রৈমাসিক অভিবাসন ও আশ্রয় সংক্রান্ত পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। প্রকাশিত তথ্যানুযায়ী আশ্রয় মঞ্জুরের হার কমছে, স্বাস্থ্য ও পরিচর্যা কর্মীদের ভিসার সংখ্যা কমছে, শিক্ষার্থীর সংখ্যা কমছে এবং তথ্যানুযায়ী সেই প্রবণতা অব্যাহত রয়েছে।

২০২৪ সালে যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য আবেদন করেছে ১,০৮,১৩৮ জন, যার মধ্যে ৮৪,২৩১ জন ছিলেন মূল আবেদনকারী এবং ২৩,৯০৭ জন ছিলেন তাদের উপর নির্ভরশীল। এটি ২০২৩ সালের তুলনায় ১৮% বেশি এবং ২০০২ সালের সর্বোচ্চ ১,০৩,০৮১ আবেদনকারীর তুলনায় ৫% বেশি। তা সত্ত্বেও, এটি এখনো ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর তুলনায় অনেক কম।

হোম অফিসের তথ্য অনুসারে, ২০২৩ সালে আশ্রয় প্রার্থীদের মধ্যে প্রায় ২০% আশ্রয়ের আবেদন করার আগের সাত দিনের মধ্যে বৈধ ভিসা ধরে রেখেছিল। তবে ২০২৪ সালের জন্য এই তথ্য সরবরাহ করা হয়নি। আশ্রয় প্রার্থীদের মধ্যে প্রায় ৩২% (৩৪,৯৭৮ জন) ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ করেছে।

জাতীয়তা ও সীমান্ত আইন ২০২২ (Nationality and Borders Act 2022) আশ্রয় আবেদনের প্রমাণের মানদণ্ড কঠোর করেছে, যা আশ্রয় মঞ্জুরের হার ২০২৩ সালের ৬৭% থেকে ২০২৪ সালে ৪৭%-এ নেমে আসার একটি মূল কারণ হতে পারে।

বিশেষভাবে উল্লেখযোগ্য, আফগান শরণার্থীদের আশ্রয় মঞ্জুরের হার ২০২৩ সালের ৯০.৫% থেকে ২০২৪ সালে ৫৩%-এ নেমে এসেছে। ২০২৪ সালের শেষ তিন মাসে ২,০৫০ জন আফগান আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান হয়েছেন, যেখানে মাত্র ১,৮৫৯ জনকে অনুমোদন দেওয়া হয়েছে।

কাজের ভিসা (Work Visas):

২০২৪ সালে স্বাস্থ্য ও পরিচর্যা কর্মীদের প্রধান আবেদনকারীদের জন্য ২৭,১৭৪টি ভিসা দেওয়া হয়েছে, যা ২০২৩ সালের তুলনায় ৮১% কম। “Caring Personal Service” পেশায় নিয়োজিতদের জন্য ভিসার সংখ্যা ৯১% কমে ৯,৫৩৯-এ নেমে এসেছে।

স্বাস্থ্য ও পরিচর্যা কর্মীদের বাইরে অন্যান্য কর্মসংস্থানমূলক ভিসার সংখ্যা ২০২৩ সালের তুলনায় ১১% হ্রাস পেয়েছে।

শিক্ষার্থীর সংখ্যা (Students):

২০২৪ সালে মূল আবেদনকারীদের জন্য ৩,৯৩,১২৫টি স্পন্সরকৃত শিক্ষার্থী ভিসা দেওয়া হয়েছে, যা ২০২৩ সালের তুলনায় ১৪% কম। শিক্ষার্থী নির্ভরশীলদের জন্য ভিসার সংখ্যা ৮৫% কমে ২১,৯৭৮-এ নেমে এসেছে।

স্বাস্থ্য ও পরিচর্যা কর্মীদের সংখ্যা কমে যাওয়ার ফলে অসুস্থ ও প্রবীণদের যত্ন নেওয়ার জন্য প্রয়োজনীয় কর্মী সংকট দেখা দিতে পারে যুক্তরাজ্যে বলে বিশ্লেষকেরা দাবি করেছেন। আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা হ্রাস পাওয়ায় বিশ্ববিদ্যালয়গুলো আর্থিক সংকটে পড়তে পারে। আশ্রয় প্রত্যাখ্যানের সংখ্যা বাড়লে ট্রাইব্যুনাল ব্যাকলগ আরও বাড়বে, যা প্রশাসনিক ব্যয় ও মানবিক সংকটের কারণ হবে। তবুও, এই নেতিবাচক প্রবণতাগুলো চলতেই থাকছে।

সূত্রঃ ফ্রি মুভমেন্ট

এম.কে
০১ মার্চ ২০২৫

আরো পড়ুন

সেপ্টেম্বরে খাদ্যপণ্যের মূল্য কমেছে যুক্তরাজ্যে

যুক্তরাজ্যের মন্ত্রীকে শাস্তি দিলো আদালত

ধুমপান নিয়ে আবারো কঠিন বার্তা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক