TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ILR-এর জন্য উচ্চমানের ইংরেজি ও ‘অপরাধমুক্ত’ রেকর্ড বাধ্যতামূলকঃ শাবানা মাহমুদ

হোম সেক্রেটারি শাবানা মাহমুদ ঘোষণা করেছেন, যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের অনুমতি (Indefinite Leave to Remain – ILR) প্রার্থীদের উচ্চমানের ইংরেজি দক্ষতা প্রদর্শন করতে হবে এবং তাদের অপরাধমুক্ত রেকর্ড থাকতে হবে। তিনি বলছেন, যারা অপরাধে জড়িত বা ভাষাগত মানদণ্ড পূরণ করতে ব্যর্থ, তাদের স্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হবে না।

 

মাহমুদ নতুন ILR নীতি প্রবর্তনের সময় বলবেন, প্রার্থীদের সমাজে একীভূত হওয়া এবং অবদান রাখার প্রমাণ দিতে হবে। এ ক্ষেত্রে জাতীয় বীমা অবদান, স্বেচ্ছাসেবামূলক কাজ এবং কোনো ধরনের সুবিধার ওপর নির্ভর না থাকা শর্ত হিসেবে বিবেচিত হবে। কেউ যদি এই নতুন মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হন, তাহলে তারা দীর্ঘ সময় যুক্তরাজ্যে বসবাসের পরও অনুমতি পাবেন না, তবে যারা অবদান রাখেন তাদের দ্রুত অনুমতি দেওয়া হবে।

এখন পর্যন্ত ILR সাধারণত পাঁচ বছরের পরে দেওয়া হয়, যা নাগরিকত্বের পথ হিসেবে গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমে সুবিধা পাওয়া যায়। তবে সরকারের মে মাসের অভিবাসন শ্বেতপত্র অনুযায়ী, ILR পাওয়ার জন্য বেসলাইন সময়সীমা ১০ বছর করা হচ্ছে। নতুন শর্তগুলির মধ্যে রয়েছে কাজ করা, সুবিধা গ্রহণ না করা, ইংরেজিতে উচ্চমানের দক্ষতা অর্জন, অপরাধমুক্ত রেকর্ড এবং স্থানীয় সম্প্রদায়ের জন্য অবদান রাখা।

মাহমুদ যুক্তরাজ্যে বসবাসরত প্রার্থীদের অবদান ও দক্ষতার ভিত্তিতে ILR দেওয়ার প্রক্রিয়া পরিবর্তনের কথা জানিয়েছেন। কিছু ক্ষেত্রে প্রার্থীরা আগেভাগেই অনুমতি পেতে পারেন, আর যারা কম অবদান রাখবেন তারা পরে বা একেবারেই অনুমতি পাবেন না।

তিনি এই নীতি প্রণয়নের মাধ্যমে নিজেকে “কঠোর লেবার হোম সেক্রেটারি” হিসেবে উপস্থাপন করছেন এবং বলছেন, যদি সরকার সফল না হয়, তবে শ্রমজীবী মানুষ পার্টি থেকে মুখ ফিরিয়ে ফারাজের ভুয়া প্রতিশ্রুতির দিকে ঝুঁকতে পারে। লেবার কর্মকর্তারা মনে করছেন, ILR পুনঃনির্ধারণের রিফর্ম ইউকের নীতি জনসমক্ষে জনপ্রিয় হবে না।

মাহমুদ তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও তুলে ধরবেন। শৈশবে পরিবারের দোকানে কাজ করার সময় তিনি কীভাবে চুরির শিকার হয়েছেন, এবং এটি কীভাবে তাকে রাস্তায় অপরাধ দমনে অনুপ্রাণিত করেছে। এ ছাড়াও অভিবাসীদের স্থানীয় সম্প্রদায়ে অবদান রাখার গুরুত্বের ওপর জোর দেওয়া হবে।

রিফর্ম ইউকে ইতিমধ্যেই ঘোষণা করেছে, তারা ILR বাতিল করবে এবং পাঁচ বছর পর পুনরায় ভিসার জন্য আবেদন বাধ্যতামূলক করবে। এই নীতির ফলে যুক্তরাজ্যে বসবাসরত লক্ষাধিক মানুষ প্রভাবিত হবেন। কনজারভেটিভ দলও সুবিধা নেওয়া, সামাজিক বাসস্থানে থাকার বা অপরাধমুক্ত না থাকাকে স্থায়ী বসবাসের বাধা হিসেবে বিবেচনা করছে।

শরণার্থী বিষয়ক দাতব্য সংস্থা রিফিউজি কাউন্সিলের প্রধান নির্বাহী এনভার সলোমন সতর্ক করেছেন, সুবিধা নেওয়াকে অপরাধ হিসেবে গণ্য করলে শরণার্থীদের জন্য আরও বাধা সৃষ্টি হবে এবং এটি তাদের একীভূতকরণকে কঠিন করবে।

এক সাম্প্রতিক ইউগভ জরিপ অনুযায়ী, আগামী সাধারণ নির্বাচনে ঝুলন্ত সংসদ গঠিত হতে পারে, যেখানে রিফর্ম ইউকে ৬৫০ আসনের মধ্যে ৩১১টি আসন পেতে পারে, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৩২৬ আসনের থেকে মাত্র ১৫ আসন কম।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
২৯ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

ওয়েম্বলিতে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন বাংলাদেশি বংশোদ্ভূত হামজা

অনলাইন ডেস্ক

ব্রিটিশ রাজনীতিতে ফিলিস্তিনপন্থী পাঁচ স্বতন্ত্র এমপির উত্থানঃ পুরনো ব্যবস্থায় বড় চ্যালেঞ্জ

যুক্তরাজ্যের ওয়েম্বলি কনসার্টে মর্মান্তিক দুর্ঘটনাঃ ওএসিস ভক্তের মৃত্য