9 C
London
January 24, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্য ইউরোপীয় বাণিজ্য অঞ্চলে যোগ দিতে পারেঃ যুক্তরাজ্যের বানিজ্য সচিব

যুক্তরাজ্যের বাণিজ্য সচিব জোনাথন রেনল্ডস ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাজ্য প্যান-ইউরো-মেডিটারেনিয়ান কনভেনশনে (PEM) যোগ দেওয়ার বিষয়ে আলোচনা উন্মুক্ত রেখেছে। এই কনভেনশন ইউরোপ, উত্তর আফ্রিকা এবং লেভান্ট অঞ্চলের কিছু দেশে পণ্যবাহী শুল্কমুক্ত বাণিজ্য নিশ্চিত করে।

সরকার ইউরোপের সঙ্গে সম্পর্ক পুনরায় গঠনের পরিকল্পনার অংশ হিসেবে একটি শুল্কমুক্ত বাণিজ্য চুক্তিতে যোগ দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে।

বিবিসির সাথে এক সাক্ষাৎকারে মন্ত্রী জোনাথন রেনল্ডস বলেছেন, PEM কনভেনশনে যোগদান গ্রহণযোগ্য হতে পারে, কারণ এটি “কাস্টমস ইউনিয়ন নয়”।

তিনি এই মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য কমিশনার মারোস সেফকোভিচের সঙ্গে এক বৈঠকের পরে। সেফকোভিচ আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে, যুক্তরাজ্য PEM-এ যোগ দিতে পারে।

রেনল্ডস এই মন্তব্যকে “অত্যন্ত ইতিবাচক” এবং “সহায়ক” বলে আখ্যা দিয়েছেন। তিনি যোগ করেছেন, “আমরা ইউরোপের সাথে বাণিজ্য সম্পর্কের শর্ত উন্নত করতে পারি। যা বিশ্বজুড়ে বাণিজ্য সম্পর্কও জোরদার করতে পারে।”

খাদ্য এবং কৃষি পণ্য বিষয়ে চুক্তি, যা ইইউ নিয়ম মেনে চলার জন্য পরিচিত “ডাইনামিক অ্যালাইনমেন্ট” এর সঙ্গে যুক্ত। সেই প্রসঙ্গেও রেনল্ডস সরকারের কোনো আপত্তি নেই বলে ইঙ্গিত দেন।

লেবার নেতা স্যার কিয়ের স্টারমার কাস্টমস ইউনিয়ন বা সিঙ্গেল মার্কেটে ফিরে যাওয়ার সম্ভাবনা নাকচ করেছেন। তবে তিনি ইউরোপের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন। ২০২৪ সালের নির্বাচনী ইশতেহারে লেবার একটি ভেটেরিনারি চুক্তি নিয়ে আলোচনা করার কথা বলেছেন, যা অপ্রয়োজনীয় সীমান্ত পরিদর্শন এড়াতে সাহায্য করবে।

ব্রিটিশ চেম্বার অব কমার্স (BCC) PEM কনভেনশনে যোগ দেওয়ার প্রস্তাবকে সমর্থন জানিয়েছে। প্রতিষ্ঠানটির বাণিজ্য নীতি প্রধান উইলিয়াম বেইন বলেন, “এতে কাগজপত্রের ঝামেলা এবং ব্যয় কমবে। নিয়ম ও বিধান উভয় পক্ষের জন্য সামঞ্জস্যপূর্ণ হবে।”

তিনি আরও বলেন, PEM-এর নতুন নিয়ম ২০২৬ সাল থেকে কার্যকর হতে পারে, যা রূপান্তরকে সহজ করবে।

লিবারেল ডেমোক্র্যাটস ইউরোপের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের পক্ষে অবস্থান নিয়েছে। দলের নেতা স্যার এড ডেভি PEM প্রস্তাব বাতিল করাকে “অর্থনৈতিক অযোগ্যতা” বলে অভিহিত করেছেন।

তবে কনজারভেটিভরা লেবার পার্টিকে ইউরোপীয় ইউনিয়নের প্রতি “অনুগত” হওয়ার অভিযোগ করেছে।
প্রীতি প্যাটেল বলেছেন, “সরকার যদি ইউরোপীয় ইউনিয়নের সাথে আমাদের যুক্ত করার সিদ্ধান্ত নেয়, তবে তা জাতীয় স্বার্থের পরিপন্থী হবে।”

সূত্রঃ বিবিসি

এম.কে
২৫ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

‘ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস প্রাইজ ২০২৩’ আবেদন প্রক্রিয়া শুরু

এশিয়ায় খাদ্যপণ্য রফতানি নিয়ে অসন্তুষ্ট ব্রিটিশ ব্যবসায়ীরা

ছোটখাটো আইনভঙ্গে মন্ত্রীদের পদত্যাগ করতে হবে না