TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্য এআই এবং লাইফ সাইন্স কর্মীদের আকৃষ্ট করতে ভিসানীতি পর্যালোচনা করবে

যুক্তরাজ্য সরকার এ বছর একটি ইমিগ্রেশন হোয়াইট পেপার প্রকাশ করবে। যা প্রবৃদ্ধি ত্বরান্বিত করার অংশ হিসেবে উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীদের আকৃষ্ট করতে ভিসা পর্যালোচনার অন্তর্ভুক্ত থাকবে বলে র‌্যাচেল রিভস ঘোষণা করেছেন।

ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি প্রাতঃরাশ অনুষ্ঠানে চ্যান্সেলর বলেন, “আমরা সর্বোচ্চ দক্ষতাসম্পন্ন লোকদের জন্য ভিসার রুটগুলো আবার পর্যালোচনা করবো, বিশেষ করে এআই এবং লাইফ সাইন্সের ক্ষেত্রে।”

তিনি আরও বলেন, “ব্রিটেন ব্যবসার জন্য উন্মুক্ত, আমরা প্রতিভাদের জন্য উন্মুক্ত। আমাদের কিছু সেরা বিশ্ববিদ্যালয় এবং সেরা উদ্যোক্তা রয়েছে। আমরা বিশ্বব্যাপী সকল প্রতিভাবানদের আকৃষ্ট করতে চাই।”

লেবার সরকার বারবার বলেছে তারা মোট অভিবাসন হ্রাস করতে চায়। কেয়ার স্টারমার কনজারভেটিভ সরকারকে “উন্মুক্ত সীমান্তকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা” চালানোর জন্য অভিযুক্ত করেছেন। তবে লেবার পার্টি দেখাতে চায় যে যুক্তরাজ্য উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীদের জন্য উন্মুক্ত রয়েছে এবং এজন্য ভিসার রুট পর্যালোচনা করবে তারা।

যুক্তরাজ্যের প্রতিষ্ঠান সমূহ ইতিমধ্যে হোম অফিসের দক্ষতাভিত্তিক ভিসা ব্যবস্থার অধীনে বিদেশ থেকে কর্মী নিয়োগ করতে সক্ষম। সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, গত বছর এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে দক্ষ কর্মী ভিসার জন্য ৫০,৯০০টি আবেদনপত্র পড়েছিল।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
২২ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী কী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক?

স্কটিশ সংস‌দে প্রথম বাংলাদেশি সদস্য ফয়সল

স্কটল্যান্ডে তুষারপাত, শীতল হয়ে উঠছে যুক্তরাজ্যের আবহাওয়া

নিউজ ডেস্ক