20.6 C
London
August 7, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্য এইবার সৈন্য পাঠাবে গাজায়

যুক্তরাজ্য দাবি করেছে, ত্রাণ বিতরণে সহায়তার জন্য তারা গাজায় ব্রিটিশ সৈন্য মোতায়েন করার পরিকল্পনা করছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা নিজস্ব কোনো স্থল বাহিনী সেখানে পাঠাবে না। মার্কিন যুক্তরাষ্ট্র আগে বলেছিল, গাজার সমুদ্র সৈকতে একটি ভাসমান করিডোর নির্মাণে বিশেষ ভূমিকা রাখবে।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, ভাসমান করিডোর নির্মাণে বিশেষ ভূমিকা ব্রিটিশ বাহিনী পূরণ করতে পারে। শনিবার বিবিসি হোয়াইটহলকে উদ্ধৃত করে বলেছে, এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। এমনকি বিষয়টি প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কাছেও উত্থাপন করা হয়নি। গত মার্চ মাসে সর্বপ্রথম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ত্রাণ বিতরণের জন্য গাজায় একটি ভাসমান জেটি নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, তারা ইসরাইলের সাথে অস্থায়ী জেটির নিরাপত্তার বিষয়টি সমন্বয় করবে। অস্থায়ী বন্দরটি যুদ্ধ-বিধ্বস্ত গাজায় ফিলিস্তিনিদের মানবিক সহায়তার পরিমাণ বাড়াতে সহযোগিতা করবে।

সূত্রঃ মিডল ইস্ট আই/ বিবিসি

এম.কে
৩০ এপ্রিল ২০২৪

আরো পড়ুন

ঋষি সুনাকের ‘শিকড়’ ভারতে, নাকি পাকিস্তানে?

যুক্তরাষ্ট্রকে আর পরাশক্তি মনে করেন না ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

বিলেতে বাড়ি কেনাবেচাঃ রিফার্বিসমেন্ট বাই টু লেট

নিউজ ডেস্ক