7.4 C
London
May 23, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্য নিষেধাজ্ঞা দিলো ইসরায়েলি বসতি আন্দোলনের ‘গডমাদার’কে

ইসরায়েলের চরমপন্থী বসতি স্থাপন আন্দোলনের অন্যতম নেত্রী দানিয়েলা ওয়েইসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। ৭৯ বছর বয়সী এই বিতর্কিত নেত্রীকে ‘বসতি আন্দোলনের গডমাদার’ হিসেবে অভিহিত করা হয়, যিনি পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অবৈধ ইহুদি বসতি স্থাপনের পেছনে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এক বিবৃতিতে বলেন, “ফিলিস্তিনি জনগণ যখন সহিংসতা ও নিপীড়নের শিকার, তখন এই পদক্ষেপ কট্টরপন্থীদের জবাবদিহির আওতায় আনার আমাদের অঙ্গীকারের বহিঃপ্রকাশ।”

ওয়েইসের নেতৃত্বাধীন ‘নাখালা’ বা ‘হোমল্যান্ড’ নামের চরমপন্থী সংগঠনটিও নিষেধাজ্ঞার আওতায় এসেছে। সংগঠনটি সম্প্রতি গাজায় বসতি পুনঃস্থাপন ও ‘শত্রু ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার’ আহ্বান জানিয়েছে।

গত বছর বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়েইস বলেছিলেন, “গাজার আরবরা এখানে থাকবে না, সেখানে থাকবে ইহুদিরা।” তার এই বক্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক নিন্দার মুখে পড়ে।

যুক্তরাজ্য সরকার জানিয়েছে, ওয়েইস ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়া, সমর্থন ও উৎসাহ দেওয়ার সঙ্গে সরাসরি জড়িত। এ কারণে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ওয়েইস ছাড়াও চরমপন্থী বসতি স্থাপনকারী জোহার সাবাহ ও হারেল ডেভিড লিবি, অবৈধ আউটপোস্ট কোকো’জ ফার্ম ও নেরিয়া’জ ফার্ম এবং ‘লিবি কনস্ট্রাকশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানকেও নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, এই আউটপোস্টগুলো ইসরায়েলি সরকারের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই গড়ে তোলা হয়েছে, যেগুলো আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ বলে বিবেচিত।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই নিষেধাজ্ঞাকে ‘অযৌক্তিক ও দুঃখজনক’ বলে অভিহিত করেছেন। তিনি আরও বলেন, “যদি ব্রিটিশ সরকার রাজনৈতিক স্বার্থে নিজেদের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে চায়, তবে সেটি তাদের সিদ্ধান্ত।”

নিষেধাজ্ঞার পাশাপাশি যুক্তরাজ্য সরকার ইসরায়েলের সঙ্গে চলমান মুক্ত বাণিজ্য আলোচনা তাৎক্ষণিকভাবে স্থগিত করেছে। তারা বলছে, “পশ্চিম তীর ও গাজায় ইসরায়েল সরকারের চরম নীতিমালার প্রেক্ষিতে আলোচনায় অগ্রগতি সম্ভব নয়।”

এই পদক্ষেপ এমন সময় নেওয়া হলো, যখন যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা এক যৌথ বিবৃতিতে ইসরায়েলকে গাজায় সামরিক অভিযান বন্ধ করতে ও মানবিক সহায়তার প্রবেশ নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে।

১১ সপ্তাহের অবরোধের পর ইসরায়েল সামান্য পরিমাণ খাদ্য গাজায় প্রবেশের অনুমতি দিলেও জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার এটিকে ‘জরুরি প্রয়োজনের তুলনায় একফোঁটা পানির মতো’ বলে মন্তব্য করেছেন।

আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষাপটে যুক্তরাজ্যের এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বিষয়টি ভবিষ্যতে ইসরায়েল-যুক্তরাজ্য সম্পর্কের ওপর কী প্রভাব ফেলবে, তা এখন সময়ই বলে দেবে।

সূত্রঃ সিএনএন

এম.কে
২৩ মে ২০২৫

আরো পড়ুন

প্রধানমন্ত্রী নিজের দায় প্রাক্তন স্বরাষ্ট্রসচিবের উপর চাপিয়েছেন বলে মনে করেন রাজনীতিবিদেরা

নিউজ ডেস্ক

হোম অফিস কর্তৃক কিছু আন্তর্জাতিক শিক্ষার্থীদের দেশত্যাগের নির্দেশনা

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে ফিলিস্তিনিদের পক্ষে সমাবেশ নিয়ে মেট পুলিশে তোড়জোড়

নিউজ ডেস্ক