8.6 C
London
November 18, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্য ভ্রমণে হোটেল কোয়ারেন্টাইনের ‘লাল তালিকায়’ ৩০ দেশ

প্রধানমন্ত্রী বরিস জনসন বুধবার (২৭ জানুয়ারি) নতুন ঘোষিত ব্যবস্থায় হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে যেসব দেশের ভ্রমণকারীদের তার পুরো তালিকা প্রকাশ করেছেন।

 

৩০ টি ‘লাল তালিকার’ দেশ থেকে ভ্রমণকারী যুক্তরাজ্যে প্রবেশ করতে চাইলে হোটেল বা সরকার-সরবরাহিত অন্যান্য আবাসে ১০ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য হবে। আইটিভি নিউজের সূত্রে জানা যায়, হোটেলে অবস্থান করার খরচ ভ্রমণকারী নিজেকে বহন করতে হবে। এ বাবদ খরচ ১৫০০ পাউন্ড পর্যন্ত হতে পারে।

 

এই পদক্ষেপটি প্রাথমিকভাবে দক্ষিণ আফ্রিকা, পর্তুগাল এবং দক্ষিণ আমেরিকান দেশসহ করোনার নতুন রূপ খুঁজে পাওয়া দেশগুলো থেকে আসা ভ্রমণকারীদের মানতে হবে।

 

সবার অবসরকালীন ভ্রমণ রোধ করতে বিমানবন্দরে ভ্রমণ কেন প্রয়োজনীয়তা বোঝাতে একটি ফর্ম পূরণ করতে হবে।

 

 

এখানে ‘লাল তালিকার’ ৩০টি দেশের সম্পূর্ণ তালিকা রয়েছে:

 

অ্যাঙ্গোলা

আর্জেন্টিনা

বলিভিয়া

বোতসোয়ানা

ব্রাজিল

কেপ ভার্দে

চিলি

কলম্বিয়া

কঙ্গো প্রজাতন্ত্র

ইকুয়েডর

ইসওয়াতিনি

ফ্রেঞ্চ গায়ানা

গায়ানা

লেসোথো

মালাউই

মরিশাস

মোজাম্বিক

নামিবিয়া

পানামা

প্যারাগুয়ে

পেরু

পর্তুগাল

সেশেলস

দক্ষিণ আফ্রিকা

সুরিনাম

তানজানিয়া

উরুগুয়ে

ভেনিজুয়েলা

জাম্বিয়া

জিম্বাবুয়ে

 

এই ব্যবস্থা গ্রহণের আরও বিশদ তুলে ধরে স্বরাষ্ট্রসচিব প্রীতি প্যাটেল বলেন, ঘরে বসে থাকার নিয়ম থাকলেও আমরা এখনো মানুষকে এই নিয়ম মেনে চলতে দেখছি না। কারো ভ্রমণের বৈধ কারণ না থাকলে তাদের বাড়িতে থাকা উচিত। ছুটিতে যাওয়া কোনও বৈধ কারণ নয়।

 

তিনি আরো বলেন, আমরা একটি নতুন নিয়ম প্রবর্তন করেছি। ভ্রমণ করতে ইচ্ছুক লোকেদের প্রথমে তাদের কেন ভ্রমণ করার দরকার তা একটি ফর্ম পুরণের মাধ্যমে জানাতে হবে। ভ্রমণের কারণ যাত্রা শুরুর আগে পরীক্ষা করে দেখা হবে। ট্র্যাভেল অপারেটররা এই ফর্ম পরীক্ষা করে দেখতে ব্যর্থ হলে জরিমানা গুনতে হবে।

 

 

সূত্র: ইভিনিং স্ট্যান্ডার্ড
২৯ জানুয়ারি ২০২১
এসএফ/এনএইচ

আরো পড়ুন

ওমিক্রনে শিক্ষক সংকটে ইংল্যান্ডের স্কুলগুলো

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের গাড়ির বাজার মাত করেছে কিয়া ইভি নাইন

আকাশচুম্বী কাঁচের দেয়ালের ভেতর ১৭০ কি.মি. দীর্ঘ শহর গড়বে সৌদি