20.3 C
London
July 17, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্য হতে মানবপাচারকারী বাবাকে দেশে ফেরত, ফ্যামিলি লাইফের অজুহাত আর টিকছে না ব্রিটেনে

একজন কসোভিয়ান মানবপাচারকারী তার সন্তানদের ‘পারিবারিক জীবন ব্যাহত হবে’ এই অজুহাতে যুক্তরাজ্য থেকে নিজ দেশে ফেরত পাঠানো ঠেকাতে চাইলেও, আদালত তা খারিজ করেছে।

মিকলোভান বাজেগুরোরে ২০১৮ সালে মানবপাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হন এবং কারাবন্দি হন। ২০১৬ সালে একটি লরির ভেতরে কংক্রিট মিক্সারের পাশে ৯ জন আলবেনীয় প্রাপ্তবয়স্ক ও ২ শিশুকে লুকিয়ে পাচারের ঘটনায় তার সম্পৃক্ততা ছিল।

২০২৩ সালে মুক্তি পাওয়ার পর বাজেগুরোরে যুক্তরাজ্যে থেকে যাওয়ার জন্য আইনি লড়াই শুরু করেন। তার আইনজীবীরা দাবি করেন, বিশেষ চাহিদাসম্পন্ন ১০ বছর বয়সী কন্যাসন্তানের জন্য বাবার দেশে ফেরত পাঠানো হবে ‘অত্যন্ত খারাপ’।

তবে কোর্ট অফ আপিল এই যুক্তি প্রত্যাখ্যান করে জানায়, বাজেগুরোরের অপরাধ ছিল একটি আন্তর্জাতিক মানবপাচার চক্রের অংশ, এবং সমাজের বৃহত্তর স্বার্থে তাকে বেলজিয়ামে ফেরত পাঠানো হবে।

বেলজিয়ামে তার বিরুদ্ধে আরেকটি মানবপাচারের মামলায় ৫ বছরের সাজা হয়েছে, এবং প্রত্যার্পণের চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে।

একইসঙ্গে, আরেকটি আলোচিত ঘটনায় গাজা শহরের ৬৭ বছর বয়সী এক নারী চিকিৎসার জন্য যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি পেয়েছেন। তার কন্যা দীর্ঘদিন ধরে ব্রিটেনে বসবাস করছেন এবং আর্থিকভাবে তার দেখভাল করেন।

ঐ বৃদ্ধা নারী মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন, PTSD ও বিষণ্নতায় আক্রান্ত। ট্রাইব্যুনাল তাকে দুর্বল অবস্থায় বিবেচনা করে এবং ইউরোপীয় মানবাধিকার সনদের ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তাকে চিকিৎসার জন্য ভিসা দেয়।

এই রায়ের পর হোম অফিস সতর্ক করেছে, এভাবে পারিবারিক জীবনের অজুহাতে বিদেশি নাগরিকদের প্রবেশাধিকার দিলে ভবিষ্যতে অনেকেই একইভাবে আবেদন করতে পারে।

সরকার বলছে, পারিবারিক জীবনের অধিকার নিয়ে একের পর এক অবাস্তব দাবি উঠছে।

‘অযৌক্তিক’ অজুহাত বন্ধে সরকার এখন নতুন আইন আনতে চলেছে, যাতে ব্রিটিশ আদালতের রায় ইউরোপীয় মানবাধিকার সনদের উপর প্রাধান্য পায়।

সরকারের ভাষায়, দেশের আইনকে ‘রক্ষা’ করতে এবং ‘আইনের অপব্যবহার’ ঠেকাতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

সূত্রঃ দ্য সান

এম.কে
১৭ জুলাই ২০২৫

আরো পড়ুন

ঝড়ের মুখে রানওয়ের উপর টালমাটাল বিমান যেভাবে অবতরণ করল!

যুক্তরাজ্যের ভ্রমণ শিল্পে হতাশা

নিউজ ডেস্ক

কর্মী সংকটে বন্ধ হয়ে যাচ্ছে ব্রিটেনের নামীদামী রেস্তোরাঁ

অনলাইন ডেস্ক