15.7 C
London
July 21, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীর সন্তানদেরও বিতাড়ন করা উচিতঃ রিপাবলিকান সিনেটর

যুক্তরাষ্ট্রের মাটিতে অবৈধ অভিবাসীদের সন্তান জন্ম নিলে মা-বাবার সঙ্গে তাদেরও তাড়িয়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন রিপাবলিকান সিনেটর মার্কওয়েন মুলিন। রবিবার (২৯ জুন) মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

অনুষ্ঠানের সঞ্চালক ক্রিস্টেন ওয়েলকার তাকে প্রশ্ন করেন, যে-সব অবৈধ অভিবাসীর সন্তান মার্কিন ভূখণ্ডে জন্ম নিয়েছে, সংবিধান অনুযায়ী তারা তো যুক্তরাষ্ট্রের নাগরিক। সেক্ষেত্রে, মা-বাবাকে বিতাড়ন করলে সন্তানদের পরিণতি নিয়ে সম্ভাব্য পদক্ষেপ জানতে চান তিনি।

জবাবে মুলিন বলেন, মা-বাবার সঙ্গে সন্তানের বিচ্ছেদ ঘটানোর তো কোনও প্রয়োজন নেই। মা-বাবাকে যেখানে পাঠানো হবে, সন্তানদেরও সেখানে যাওয়া উচিত।

মার্কিন সর্বোচ্চ আদালত থেকে শুক্রবার দেওয়া এক রায়ের প্রেক্ষাপটে মুলিনকে ওই প্রশ্ন করা হয়। ওই রায়ের কারণে যুক্তরাষ্ট্রের একাধিক প্রদেশে ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী জন্মস্থান নীতিতে নাগরিকত্বের সুবিধা সংকুচিত হতে পারে।

সূত্রঃ রয়টার্স

এম.কে
৩০ জুন ২০২৫

আরো পড়ুন

৩ বছরে সাড়ে ৪ লাখ শ্রমিক নিবে ইতালি

ইতালিতে নাগরিকত্ব ও শ্রমিক অধিকার আইন নিয়ে গণভোট

বিশ্বের বিস্ময় যে মসজিদ