6.6 C
London
December 19, 2024
TV3 BANGLA
আমেরিকাশীর্ষ খবর

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাচ্ছেন ১ কোটি অভিবাসী

যুক্তরাষ্ট্রে বৈধ কাগজপত্রহীন ১ কোটি ১০ লাখ অভিবাসীর নাগরিকত্ব দেওয়ার সুযোগ সৃষ্টি করতে একটি বিল পাস করতে যাচ্ছে ডেমোক্র্যাটরা।

 

বৃহস্পতিবার (২৯ জুলাই) হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

 

তিনি বলেন, যারা শিশুকালে বাবা-মায়ের সঙ্গে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিল তাদেরকে কাজের অনুমতি দেওয়ার কর্মসূচি ডিএসিএ এই বিলের আওতায় আনা হবে। এই বিলটির মাধ্যমে অভিবাসীদের পুনরায় একসাথে হওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

 

বাইডেন আরও বলেন, খুব তাড়াতাড়ি বিলটি পাস হবে বলে আশা করছি। দলের আইনপ্রণেতারা বিষয়টি সম্পর্কে অবগত আছেন। বিলটির মাধ্যমে অভিবাসীদের পুনর্মিলনীর ব্যবস্থা তৈরি হবে।

 

তবে এতে বাধ সাধতে পারে রিপাবলিকানরা। অবশ্য, এই বিল পাসে রিপাবলিকানদের কোনো সমর্থনের প্রয়োজন পড়বে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

 

নতুন এই বিলের প্রধান লক্ষ্য হলো- আগামী আট বছরে যুক্তরাষ্ট্রে কাগজপত্রহীন অবস্থায় বসবাস ও কর্মরত ১ কোটি ১০ লাখ অভিবাসীকে নাগরিকত্ব প্রদানের সুযোগ সৃষ্টি করা। এই অভিবাসীদের মধ্যে কৃষিশ্রমিক এবং শিশুকালে পরিবারের সঙ্গে আসা ব্যক্তিদের (ড্রিমার্স) দ্রুত স্থায়ী বসবাসের সুযোগ সৃষ্টি করা হবে অথবা বৈধভাবে কাজ করার সুযোগ দিতে তাদের দেওয়া হবে গ্রিন কার্ড।

 

৩১ জুলাই ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

ভারতের বিপক্ষে বাংলাদেশের লড়াকু জয়!

অনলাইন ডেস্ক

সাংবাদিক রোজিনাকে আটক-নির্যাতনের ভিডিও

অনলাইন ডেস্ক

বিখ্যাত টোরি ডোনার মাউরিজিও ব্রাগাগ্নির ‘বিদেশি মুসলিম’ মন্তব্যের নিন্দা