17.8 C
London
July 6, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করবে ভারত

মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ভারত। বিশ্ব বাণিজ্য সংস্থায় দাখিল করা বিজ্ঞপ্তিতে নয়াদিল্লি জানিয়েছে, গাড়ি ও যন্ত্রাংশে যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্ক আরোপের ফলে ভারতের প্রায় ২৮৯ কোটি ডলারের রফতানি ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া, যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরোপের ফলে তারা বছরে ভারতের ওপর থেকে প্রায় ৭২ কোটি ৫০ লাখ ডলার শুল্ক আদায় করবে।

এই অবস্থায় ভারত পাল্টা শুল্ক আরোপের অধিকার সংরক্ষণ করছে। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর সমপরিমাণ শুল্ক আদায়ের কথা জানিয়েছে। তবে এখনো নির্দিষ্ট করে জানায়নি কোন কোন মার্কিন পণ্যের ওপর এই শুল্ক আরোপ করা হবে।

বাণিজ্য আলোচনায় যুক্তরাষ্ট্রের জন্য কিছু ক্ষেত্রে শুল্কহার কমাতে রাজি রয়েছে নয়াদিল্লি। তবে কৃষি ও দুগ্ধ খাত উন্মুক্ত করার বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। এদিকে ৯ জুলাইয়ের মধ্যে চুক্তি না হলে ভারতের সব রফতানি পণ্যে ২৬ শতাংশ শুল্ক বসানোর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং কোনো সময়সীমা বা আলটিমেটামের ভিত্তিতে বাণিজ্য চুক্তি করে না। উপযুক্ত শর্তে ভালো কোনো চুক্তি সম্ভব হলে ভারত সেটি করতে প্রস্তুত।

২০২৪ সালে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে মোট বাণিজ্য ছিল প্রায় ১২ হাজার ৯০০ কোটি ডলার। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ভারতীয় রপ্তানির পরিমাণ ছিল ৮ হাজার ৭৪০ কোটি ডলার আর যুক্তরাষ্ট্রের রফতানি ৪ হাজার ১৮০ বিলিয়ন ডলার। ফলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি দাঁড়ায় ৪ হাজার ৫৭০ কোটি ডলার। অন্যদিকে ২০২৫ সালের এপ্রিল-মে মাসে ভারতের রফতানি গত বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি বেড়েছে।

এম.কে
০৬ জুলাই ২০২৫

আরো পড়ুন

মৃত্যুর আগে লেখা উইলে সহযোদ্ধাদের যেসব নির্দেশনা দিয়েছেন সিনওয়ার

৪০ হাজারের বেশি মুসল্লি নিয়ে আল-আকসায় ঈদের জামাত

নিউজ ডেস্ক

জাপানে প্রতি ১০ জনে একজনের বয়স ৮০, উদ্বিগ্ন সরকার