19.1 C
London
September 4, 2025
TV3 BANGLA
আমেরিকাশীর্ষ খবর

যুক্তরাষ্ট্রে প্রবেশে নতুন নির্দেশনা

বিদেশিদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সম্প্রতি নতুন নির্দেশনা জারি করেছে ওয়াশিংটন। কেবলমাত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা অনুমোদিত ছ’টি প্রতিষ্ঠানের করোনার টিকার দুই ডোজ নেয়া থাকলেই দেশটিতে প্রবেশের অনুমতি পাওয়া যাবে। স্থানীয় সময় শুক্রবার (৮ অক্টোবর) মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র ‘সিডিসি’ বিষয়টি নিশ্চিত করেছে।

 

এর আগে গত ২০ সেপ্টেম্বর হোয়াইট হাউজ জানিয়েছিল, নভেম্বর থেকে করোনার পূর্ণ ডোজ টিকা নেওয়া থাকলে ৩৩ দেশের নাগরিকদের জন্য আকাশপথে ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। ওই তালিকায় ছিল চীন, ভারত, ব্রাজিলসহ ইউরোপের বেশির ভাগ দেশ। তবে করোনার কোন টিকার পূর্ণ ডোজ নিলে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি মিলবে, সেটি তখন জানানো হয়নি।

 

নতুন নির্দেশনা অনুযায়ী ছয়টি প্রতিষ্ঠানের টিকা নেওয়া থাকলে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা যাবে বলে সিডিসির এক মুখপাত্র জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ও ডব্লিউএইচও ঐ টিকাগুলোর অনুমোদন দিয়েছে। তবে ছয় প্রতিষ্ঠানের নাম এখনো পর্যন্ত প্রকাশ হয়নি।

 

সিডিসি জানিয়েছে, কোন কোন টিকা নিলে বিদেশি পর্যটকেরা যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবেন চলতি সপ্তাহের শুরুতে তা এয়ারলাইনসগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে। বাকি নির্দেশনা ও তথ্য তাদের পরবর্তী সময়ে জানানো হবে।

 

যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে সন্তোষজনক বলে উল্লেখ করেছে আমেরিকান এয়ারলাইনস, ডেলটা এয়ারলাইনস, ইউনাইটেড এয়ারলাইনসসহ বিভিন্ন এয়ারলাইনসের প্রতিনিধিত্বকারী বাণিজ্যিক জোট ‘এয়ারলাইনস ফর আমেরিকা’। আগে থেকেই ডব্লিউএইচও অনুমোদিত টিকাগুলো যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে গ্রহণের জন্য মার্কিন প্রশাসনকে চাপ দিয়ে আসছিল বিভিন্ন দেশ।

 

১০ অক্টোবর ২০২১
এনএইচ

আরো পড়ুন

পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী লিজ ট্রাস

অনলাইন ডেস্ক

ইসরায়লে সাইরেন শুনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী দৌড়ে পালালেন

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক