22.4 C
London
August 22, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বৈধ ভিসাধারীদেরও বহিষ্কারের ঝুঁকি, বড় অভিযানে ট্রাম্প সরকার

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন বৈধ ভিসাধারীদের বিরুদ্ধেও বড় ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈধ মার্কিন ভিসাধারী ৫ কোটি ৫০ লাখেরও বেশি বিদেশির রেকর্ড পুনরায় পর্যালোচনা করা হচ্ছে। যাদের ক্ষেত্রে ভিসা অযোগ্যতা বা নিয়ম লঙ্ঘনের প্রমাণ মিলবে, তাদের ভিসা বাতিল করে বহিষ্কার করা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ভিসাধারীদের ‘নিরবচ্ছিন্ন যাচাই’ প্রক্রিয়ায় রাখা হয়েছে। এর আওতায় ভিসার মেয়াদোত্তীর্ণ থাকা, অপরাধমূলক কর্মকাণ্ড, জননিরাপত্তার জন্য হুমকি, সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকা কিংবা কোনো সন্ত্রাসী সংগঠনকে সহায়তার মতো বিষয় যাচাই করা হচ্ছে।
এই ঘোষণা আসে বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর এক ঘোষণার আগে। তিনি জানান, অবিলম্বে বাণিজ্যিক ট্রাক চালকদের জন্য নতুন কোনো কর্মভিসা দেওয়া হবে না। তার দাবি, বিদেশি ট্রাকচালকরা “আমেরিকানদের জীবন ঝুঁকিতে ফেলছে এবং স্থানীয় চালকদের জীবিকা বিপন্ন করছে।”
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই বৈধ ও অবৈধ উভয় ধরনের অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছেন। যদিও প্রথমদিকে প্রশাসন বলেছিল কেবল বিপজ্জনক অপরাধীদের লক্ষ্য করা হবে, বাস্তবে প্রতিদিন হাজার হাজার অভিবাসী গ্রেপ্তার হচ্ছেন। নিউ ইয়র্ক টাইমস এর হিসাবে, ২০২৫ সালে যুক্তরাষ্ট্র প্রায় ৪ লাখ মানুষকে বহিষ্কার করতে যাচ্ছে।
কর্মরত অভিবাসীদের ধরতে রেস্তোরাঁ, নির্মাণ সাইট, কৃষি খামার এমনকি আদালত প্রাঙ্গণেও নজিরবিহীন অভিযান চালানো হচ্ছে। এর ফলে যেসব অভিবাসী বৈধতার প্রক্রিয়ায় ছিলেন, তারাও গ্রেপ্তারের শিকার হচ্ছেন।
এ ছাড়া ট্রাম্প প্রশাসন মানবিক কারণে দেওয়া হিউম্যানিটারিয়ান প্যারোল ও টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস (TPS) সুবিধা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে। এই সুবিধায় বিপর্যস্ত দেশগুলো থেকে আসা লক্ষাধিক মানুষ যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করার অনুমতি পেয়েছিলেন।
সূত্রঃ আল জাজিরা
এম.কে
২২ আগস্ট ২০২৫

আরো পড়ুন

ইরানের বিজয়ের খবরে হৃদরোগে আক্রান্ত রেজা পাহলভি, হাসপাতালে ভর্তি

ওমরাহ পালনে নারীদের পোশাক নির্ধারণ করল সৌদি

ইসলাম নিয়ে কটূক্তি করায় বিচারের দাবিতে মুম্বাই অভিমুখে হাজার হাজার মুসলিমের যাত্রা