TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সামরিক সংঘাত চায় ডিপ স্টেটঃ তুলসী গ্যাবার্ড

তথাকথিত ‘ডিপ স্টেট’-এর প্রতিনিধিরা ইউক্রেনে মীমাংসা রোধ করার এবং রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রকে সামরিক সংঘাতে ফেলার চেষ্টা করছে।

মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড রাইট সাইড ব্রডকাস্টিং নেটওয়ার্ক (RSBN) সম্প্রচারিত ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’ আয়োজিত এক সম্মেলনে এমন মন্তব্য করেছেন।

 

গ্যাবার্ড বলেন, আপনারা জানেন, প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের অবসান ঘটাতে অবিরাম এবং নিরলসভাবে একটি শান্তি চুক্তির চেষ্টা করে যাচ্ছেন। পক্ষগুলো আলোচনা চালিয়ে যাচ্ছে। কিন্তু এই মাসগুলোতে আমি যা দেখেছি তা হলো, যতবার তারা (আলোচনায়) অগ্রগতি করে ও শান্তির আশার আরও কাছাকাছি চলে আসে, ততবারই ডিপ স্টেটের যুদ্ধবাজরা এগিয়ে আসে এবং তাদের (আলোচনার অগ্রগতি) থামানোর জন্য যথাসাধ্য চেষ্টা করে।

মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক আরও বলেন, তারা যুদ্ধ অব্যাহত রাখার ন্যায্যতা এবং প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তির প্রচেষ্টাকে দুর্বল করার প্রচেষ্টাকে ন্যায্যতা দেওয়ার জন্য ভয় এবং উন্মাদনা উস্কে দেয়। বিশেষ করে, রাশিয়ার সঙ্গে মার্কিন সেনাবাহিনীকে সরাসরি সংঘাতে টেনে আনার চেষ্টা করার জন্য- যা শেষ পর্যন্ত ইইউ এবং ন্যাটো চায়। তবে আমরা এটি ঘটতে দিতে পারি না।

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরুর প্রায় চার বছর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বিস্তৃত শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে ইউরোপীয় মিত্ররা বলছে, শান্তি চুক্তির বেশকিছু ধারা রাশিয়ার অনুকূলে এবং তারা যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে সহায়তা দিতে চায়।

সূত্রঃ আর এস বি এন

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে শ্রমিকের মজুরি রেকর্ড বৃদ্ধি

ইস্ট লন্ডন মসজিদ ট্রাস্টকে চ্যারিটি কমিশনের অফিসিয়াল সতর্কবার্তা

এনএইচএসের নিবন্ধিত নার্সদের পরীক্ষায় জালিয়াতি করে পাসের খবর ফাঁস