TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

যুদ্ধবিরতির আহ্বান জানাতে হোয়াইট হাউসের বাইরে যুক্তরাষ্ট্রের ইহুদিরা

ইসরাইল-হামাসের যুদ্ধবিরতির আহ্বান জানাতে হোয়াইট হাউসের বাইরে হানুক্কা মোমবাতি জ্বালিয়েছে যুক্তরাষ্ট্রের ইহুদিরা।

যুক্তরাষ্ট্রের ইহুদি প্রগতিশীলদের সংগঠন ‘ইফনটনাউ’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানিয়েছে, ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট জো বাইডেনের আয়োজনে হানুক্কা অনুষ্ঠানে শত শত লোক অংশ নিয়েছিল।

পোস্টে আরো লিখেছে, ‘বাইডেন ও যুক্তরাষ্ট্রের ইহুদি নেতাদের স্থায়ী যুদ্ধবিরতির সমর্থনের জন্য আমরা এখানে আছি। গাজায় আমাদের নামে গণহত্যা বন্ধ করুন।’

দায়িত্বশীল প্রবক্তারা জায়নবাদের সাথে ইহুদি ধর্মকে বিপজ্জনকভাবে মিশ্রিত করার জন্য বাইডেন প্রশাসনকে দায়ী করেন। তারা জোর দিয়ে বলেন, সকল ইহুদি জনগণ ইসরাইলি সরকারের নীতিগুলোকে সমর্থন করে না।

বাইডেন নিজেকে জায়নবাদী হিসেবে বর্ণনা করেন। সোমবার রাতে হানুক্কা ইভেন্টের সময় তিনি বলেন, ইসরাইলের প্রতি তার সমর্থন ‘অপ্রতিরোধ্য’।

সূত্রঃ আল জাজিরা

এম.কে
১৩ ডিসেম্বর ২০২৩

আরো পড়ুন

ট্রুডোর বিদায়, কানাডার ক্ষমতায় কার্নি

বাকিংহামে নয় বালমোরালে: প্রাচীন প্রথা ভেঙে নির্বাচিত হবেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী

বিলেতে বাড়ি কেনাবেচাঃ HMO লাইসেন্স

নিউজ ডেস্ক