2.7 C
London
January 23, 2025
TV3 BANGLA
ইউরোপশীর্ষ খবর

যুদ্ধের মধ্যেই জেলেনস্কির সঙ্গে কিয়েভের রাস্তায় ঘুরলেন বরিস জনসন!

রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধের মধ্যেই ইউক্রেন সফরে যান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আকস্মিক এই ভ্রমণে কিয়েভের রাস্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ঘুরে বেরিয়েছেন বরিস জনসন। এসময় পথচারীদের সাথে কথাও বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

 

রাশিয়ার চলমান আগ্রাসনের মাঝেই শনিবার (৯ এপ্রিল) হঠাত করেই কিয়েভে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন বরিস জনসন। এ সময়ে ইউক্রেনকে আরও সামরিক ও অর্থনৈতিক সহায়তা দেওয়া নিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তিনি আলোচনা করেছেন।

 

ডাউনিং স্ট্রিটের মুখপাত্র বলেন, ইউক্রেনের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করতেই কিয়েভ সফরে যান প্রধানমন্ত্রী বরিস। এ সময়ে ইউক্রেনে ব্রিটেনের দীর্ঘমেয়াদি সহায়তা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

শনিবার (৯ এপ্রিল) ‘চমকপ্রদ’ ক্যাপশন লিখে দুই নেতার একটি ছবি প্রকাশ করেছে ব্রিটেনে ইউক্রেনের দূতাবাস।

এর আগে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়ান ও পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেলও ইউক্রেন সফরে যান। তারা ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন।

ভিডিও সৌজন্য: গ্লোবাল নিউজ

 

১১ এপ্রিল ২০২২
সূত্র: বিবিসি

আরো পড়ুন

ব্রিটিশদের জীবনযাত্রার মান সবচেয়ে বড় পতনের সম্মুখীন

বিনামূল্যে কর্মসংস্থান ও দক্ষতা অর্জনের সুযোগ দিচ্ছে ব্রিটিশ সরকার

অনলাইন ডেস্ক

আবারো বাতিল হলো জোকোভিচের ভিসা