ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল যুদ্ধে হেরে যাচ্ছে, কিন্তু তারা স্বীকার করছে না যে হামাসের বিরুদ্ধে যুদ্ধে হেরে যাচ্ছে। নেতানিয়াহু ও তার সরকার কখনই তা স্বীকার করবে না।
এতে বলা হয়েছে, ২০ হাজারেরও বেশি ফিলিস্তিনি হত্যা এবং ৫০ হাজারেরও বেশি আহত করা আর গাজার বেশিরভাগ ধ্বংসের সাথে সাথে ইসরাইলের আন্তর্জাতিক খ্যাতি হ্রাস পেয়েছে।
সরকারি হতাহতের পরিসংখ্যান অনুযায়ী, গাজা, ইসরাইল এবং অধিকৃত পশ্চিম তীরে ৪৬০ জনেরও বেশি সামরিক কর্মী নিহত এবং প্রায় ১ হাজার ৯০০ জন আহত হয়েছে। তবে অন্যান্য সূত্রগুলি আরো বেশি সংখ্যক আহত হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
সংশ্লিষ্ট বিভাগের প্রধান লিমোর লুরিয়া বলেছেন, সংঘাত শুরু হওয়ার পর থেকে ২ হাজারেরও বেশি আইডিএফ সৈন্যকে প্রতিবন্ধী হিসেবে নিবন্ধিত করা হয়েছে, যার মধ্যে ৫৮ শতাংশ তাদের হাতে ও পায়ে গুরুতর আঘাতের কারণে চিকিৎসা করেছে।
একটি সূত্র অনুসারে সরকারি পরিসংখ্যানের তুলনায় হতাহতের সংখ্যা অনেক বেশি।
এদিকে, টাইমস অফ ইসরাইল জানিয়েছে, আহত আইডিএফ সৈন্য, ইসরায়েল পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা ৬ হাজার ১২৫। নিজেদের গুলিতে নিজেরা অনেক বন্ধুত্বপূর্ণ হতাহতের ঘটনাও ঘটেছে।
সূত্রঃ গার্ডিয়ান
এম.কে
২৫ ডিসেম্বর ২০২৩