11.6 C
London
May 4, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

যুদ্ধ প্রস্তুতির মহড়ায় ভারতের দুই যুদ্ধবিমান বিধ্বস্ত – সীমান্ত উত্তেজনার মধ্যেই চাঞ্চল্য!

কাশ্মীর ইস্যু কেন্দ্র করে ভারত-পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। এরই মাঝে ভারতের যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত উচ্চমাত্রার সামরিক মহড়ায় দুইটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, যা ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার নিরাপত্তা ও সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

প্রথম ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশে, যেখানে হাইওয়ে থেকে টেকঅফ অনুশীলনের সময় একটি Su-30 MKI যুদ্ধবিমান প্রযুক্তিগত ত্রুটির কারণে ভেঙে পড়ে। পাইলট সফলভাবে ইজেক্ট করতে পারলেও বিমানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়।

এর মাত্র ২৪ ঘণ্টার মাথায় দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে রাজস্থানের বারমের সীমান্ত এলাকায়। একটি MiG-29 বিমান নিয়মিত রণকৌশল মহড়ার সময় বিধ্বস্ত হয়। এখানেও পাইলট প্রাণে বেঁচে গেলেও বিমানের ধ্বংসাবশেষ জুড়ে বিস্ফোরণ ঘটে, স্থানীয়ভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এই দুই দুর্ঘটনার তাৎপর্য:

ভারত-পাকিস্তান সীমান্তে যখন গোলাগুলির ঘটনা ও সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় উভয় দেশই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তখন এই দুইটি যুদ্ধবিমান হারানো ভারতের জন্য কৌশলগতভাবে বড় ধাক্কা।

বিমান দুটি মূলত পাকিস্তানের বিরুদ্ধে সম্ভাব্য ‘সার্জিক্যাল স্ট্রাইক’ কিংবা আকাশপথে আক্রমণের মূল ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতে পারত।

পাকিস্তান ইতোমধ্যে ‘আব্দালি’ ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়ে নিজেদের প্রস্তুতি প্রকাশ করেছে।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মন্তব্য:

ভারতের প্রতিরক্ষা বিশ্লেষক রাহুল ভরদ্বাজ জানান, “এই ধরণের দুর্ঘটনা একদিকে যেমন মানবিক ক্ষতি, অন্যদিকে সামরিক কৌশলগত পরিকল্পনায় ভীষণ নেতিবাচক প্রভাব ফেলে। পাকিস্তান এই ঘটনার সুযোগ নিতে পারে মনস্তাত্ত্বিক যুদ্ধ কৌশলে।”

যুদ্ধ শুরু হোক বা না হোক, ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান উত্তেজনা দক্ষিণ এশিয়ার জন্য এক ভয়ঙ্কর বার্তা বহন করছে। যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ভারতের প্রস্তুতিতে বড় ধরণের দুর্বলতা প্রকাশ করে দিয়েছে, যা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করেন বিশ্লেষকেরা।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
০৪ মে ২০২৫

আরো পড়ুন

ইংলিশ চ্যানেলে নৌকাডুবে ১২ অভিবাসীর মৃত্যু

ইংল্যান্ডে এশীয় পাঁচ বছর বয়সী শিশুরা গড়ের তুলনায় ৭০% বেশি দাঁতের ক্ষয় ঝুঁকিতে

এবার মানুষের অণ্ডকোষে মিলল প্লাস্টিক, পুরুষের উর্বরতা নিয়ে উদ্বেগ