14.2 C
London
September 8, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যেসব দেশ নাগরিক ফেরত নেবে না, সেইসব দেশের  ভিসা স্থগিতের সম্ভাবনাঃ যুক্তরাজ্য

যুক্তরাজ্যের নতুন হোম সেক্রেটারি শাবানা মাহমুদ জানিয়েছেন, যে দেশগুলো নাগরিকদের ফেরত নেওয়ার চুক্তিতে সহযোগিতা করবে না, তাদের ভিসা ভবিষ্যতে স্থগিত করার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে তিনি লন্ডনে ফাইভ আইজের (Five Eyes) গ্রুপের সভায় মন্তব্য করেন। সভায় যুক্ত ছিলেন ডোনাল্ড ট্রাম্পের হোমল্যান্ড সিকিউরিটির প্রধান এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডার মন্ত্রীরা।
মাহমুদ বলেন, তার শীর্ষ অগ্রাধিকার হলো যুক্তরাজ্যের সীমানা সুরক্ষিত করা। তিনি বলেন, “যেসব দেশের নাগরিকদের আমাদের দেশে থাকার অধিকার নেই, তাদেরকে ফেরত পাঠানো নিশ্চিত করতে আমরা নতুন পদক্ষেপ নিয়েছি। যারা সহযোগিতা করবে না, তাদের ক্ষেত্রে ভিসা স্থগিত করার সম্ভাবনা রয়েছে।”

সোমবারের তথ্য অনুযায়ী, ছোট নৌকায় যুক্তরাজ্যে আসা লোকের সংখ্যা এই বছর ৩০,০০০ ছাড়িয়েছে। শনিবার একদিনে ১,০৯৭ জন নৌকায় পৌঁছেছে, যা রেকর্ডের মধ্যে অন্যতম। শাবানা মাহমুদ এটিকে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” হিসেবে বর্ণনা করেছেন।
এছাড়া, সভায় অনলাইন শিশু লিঙ্গশোষণ এবং ওপিওয়েড ওষুধের বিস্তার নিয়েও আলোচনা হয়েছে। শাবানা মাহমুদ আশা প্রকাশ করেছেন ফাইভ আইজ অংশীদারদের সঙ্গে সীমান্ত সুরক্ষা জোরদার করা এবং মানবপাচার প্রতিহত করা সম্ভব হবে।
হোম সেক্রেটারি হওয়ার আগে শাবানা মাহমুদ বিচার বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রী সপ্তাহান্তে বড় ক্যাবিনেট রিসাফল-এর অংশ হিসেবে তাকে হোম সেক্রেটারি নিয়োগ দেন, ইয়েভেট কুপারের স্থলে।
সূত্রঃ বিবিসি
এম.কে
০৮ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যাচ্ছে জি সেভেন:ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটিশ নাগরিকের বিমানবন্দরে মলত্যাগের হুমকি

যুক্তরাজ্যে এ.আই ব্যবহার করার সুযোগ পাবে বেসরকারি কোম্পানি