14.8 C
London
April 3, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

যে কারণে দায়িত্ব থেকে সরানো হলো চ্যাটজিপিটি নির্মাতাকে

চ্যাটজিপিটির মূল কেম্পানি ওপেনআই সংস্থার নির্বাহী প্রধান ও চ্যাটজিপিটির নির্মাতা স্যাম অল্টম্যানকে দায়িত্ব থেকে সরানো হয়েছে। কোম্পানির পরিচালনা বোর্ড বলছে, স্যাম অল্টম্যানের উপর আর ভরসা করতে পারছে না তারা। এজন্যই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আন্তজার্তিক সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

কোম্পানির পরিচালনা বোর্ড বলছে, অল্টম্যান বোর্ডের সদস্যদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ বজায় রাখেনি। এটা তার দায়িত্ব ছিলো। কিন্তু তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।তাই অনেক পর্যালোচনার পর বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে যদিও তাকেই চ্যাটজিপিটির স্রষ্টা হিসেবে চেনে বিশ্ব।

অল্টম্যানের দায়িত্ব আপাতত সামলাবেন সংস্থাটির উচ্চ পদস্থ কর্তা মিরা মুরাটি। পরবর্তীতে তাকে স্থায়ীভাবে সংস্থাটির সিইও নিয়োগ করা হবে।

উল্লেখ্য যে, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্ক, লিঙ্কডইনের সহ-প্রতিষ্ঠাতা রিড হফম্যান এবং আরও কয়েক জনকে সঙ্গে নিয়ে কৃত্রিম মেধা গবেষণা সংস্থা ওপেনআই প্রতিষ্ঠা করেন স্যাম।

এম.কে
১৮ নভেম্বর ২০২৩

আরো পড়ুন

মার্কিন নাগরিকত্ব রেখে অন্য দেশের নীতিনির্ধারণে অংশ নেওয়া যাবে না

ভাঙছে আফ্রিকা, জুড়ে যেতে পারে ভারতের সঙ্গে, তৈরি হচ্ছে নতুন মহাসাগর

মালদ্বীপ থেকে সৈন্য সরাবে না ভারত!