4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

যে দেশের জাতীয় উৎসব রমজান

লেবাননের রমজান অন্যান্য দেশের তুলনায় ভিন্ন; যা অনেক বেশি সুন্দর ও আকর্ষণীয়। লেবাননে রমজানকে জাতীয় উৎসব হিসেবে বিবেচনা করা হয়। তাই দেশটির সমস্ত মুসলিম ও অমুসলিমরা রমজান উদযাপন করেন। এটি কেবল মুসলমানদের মধ্যেই সীমাবদ্ধ নয়। রাষ্ট্রপতির প্রাসাদে একটি বার্ষিক ইফতার-ডিনারের আয়োজন করা হয় যাতে সমস্ত সম্প্রদায়ের নেতা এবং ধর্মীয় ব্যক্তিত্বরা অংশগ্রহণ করে থাকেন।

দেশটির জনসংখ্যার ৪০ শতাংশই খ্রিস্টান। এখানে যে কেউ রমজান উৎসব উপভোগ করতে পারেন। রমজান মাসে দিনের আলোতেও এখানে ভালো খাবার পাওয়া যায়।
শার্ঘডেইলির প্রতিবেদনে বলা হয়, লেবাননে খ্রিস্টানদের বড়দিনের মতো রমজানকেও একটি জাতীয় উৎসব হিসেবে বিবেচনা করা হয়। দেশটির সমস্ত সম্প্রদায়ই রমজান উৎসব উপভোগ করে থাকে।

ইফতার ডিনারে মুসলিম এবং অমুসলিম অর্থাৎ যারা রোজা রাখেন এবং যারা রাখেন না তারা একে অপরের পাশে বসে থাকেন। উভয়পক্ষ থেকেই এক ধরনের সমঝোতা থাকে। এটা এই অর্থে যে যারা রোজা রাখেন তাদের এই ধারণাকে সম্মান প্রদর্শন করা। একই সঙ্গে যারা রাখেন না তাদের প্রতি সহনশীল হওয়া।

সূত্রঃ শার্ঘডেইলি

এম.কে

১৫ মার্চ ২০২৪

আরো পড়ুন

ট্রাম্পের টার্গেট ইউক্রেন, কমলার গাজা

উষ্ণায়ন, বিপর্যের দিকে যাচ্ছে পৃথিবী

নিউজ ডেস্ক

হিজবুল্লাহ প্রধানকে হত্যা, এবার ‘লুকালেন’ খামেনি