TV3 BANGLA
বাংলাদেশ

রমজানে স্কুল বন্ধঃ হাইকোর্ট

পুরো রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার ১০ মার্চ এ সংক্রান্ত এক রিটের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহমুদা খানম। এর আগে ২৫ ফেব্রুয়ারি রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল।

রিটে প্রাথমিক ও গণশিক্ষা সচিব, শিক্ষা সচিব, উপসচিব প্রাথমিক ও গণশিক্ষা সচিব, উপসচিব শিক্ষা সচিব, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি), শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালককে বিবাদী করা হয়। রিটে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনাও চাওয়া হয়েছে।

এম.কে
১১ মার্চ ২০২৪

আরো পড়ুন

যুক্তরাজ্যের ভিসা পেয়েছেন খালেদা জিয়া, কবে যাবেন তার সিদ্ধান্ত: পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক

বাংলাদেশি বংশোদ্ভূতদের নিয়ে বরিস জনসনের মন্তব্যে ব্রিটিশ বাংলাদেশিদের ক্ষোভ

নিউজ ডেস্ক

বিএনপি প্রার্থী হিসেবে বাংলাদেশে নির্বাচনে সাবিনা খান, ক্ষুব্ধ ব্রিটিশ সরকার