TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

রমজান সম্পর্কে শেখাতে স্কুলের শিশুদের খাওয়ালো সমারসেটের রেস্তোরাঁ

পবিত্র রমজান মাস সম্পর্কে শেখাতে সমারসেটের এক রেস্তোরাঁ মালিক প্রাইমারি স্কুলে শিশুদের জন্য খাবার সরবরাহ করছে। ওয়েস্টন-সুপার-মেয়ার সমারসেটের পাপ্পাডমসের মালিক সাইদ আহমেদ ও তার দল করেন এই উদ্যোগ নেন। তারা উইন্ডহুইসেল প্রাইমারি স্কুলের ৪৫০  জন শিক্ষার্থীর জন্য রান্না করে।

 

সাইদ আহমেদ বলেন: ‘রমজানের অপরিহার্য বিষয়গুলোর মধ্যে একটি হল বন্টন করা এবং সহমর্মিতা দেখানো।’

 

সুতরাং এটি শিক্ষামূলক, এবং তারা আমাদের সাথে উদযাপনও করতে পারে।’ মি: আহমেদ বলেছেন। তিনি লকডাউনের সময় তার সম্প্রদায়ের জন্য ১৫ হাজার এরও বেশি খাবার সরবরাহ করেছিলেন বলে জানায় বিবিসি।

প্রধান শিক্ষক লিন হান্ট বলেছেন, শিশুরা এই খাবার পুরোপুরি উপভোগ করেছে।

 

‘সাইদ আমাদের সাথে যোগাযোগ করেছিলেন এবং আমাদের সমস্ত বাচ্চাদের জন্য একটি পরিপূর্ণ দুপুরের খাবারের প্রস্তাব দিয়েছিলেন।’ তিনি বলেন।

 

৯ এপ্রিল ২০২২
এনএইচ

আরো পড়ুন

ব্যাংক সুদের হার বৃদ্ধি, অর্থনৈতিক মন্দার আংশকা

অনলাইন ডেস্ক

7th anniversary of BENECO financial services ltd | Prizes to be won!

যুক্তরাজ্যের লকডাউন ১ লাখ পরোক্ষ মৃত্যুর কারণ হতে পারে!

নিউজ ডেস্ক