4.7 C
London
December 22, 2024
TV3 BANGLA
আমেরিকাশীর্ষ খবর

‘রহস্যজনক’ মৃত্যুর শঙ্কায় ইলন মাস্ক!

নিজের রহস্যজনক মৃত্যুর ভবিষ্যৎ আভাস দিয়ে টুইট করায় ফের আলোচিত হয়েছেন টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।

 

ওই টুইটে মাস্ক লেখেন, ‘আমি যদি রহস্যজনকভাবে মারা যাই, জানবেন আপনাদের সঙ্গে পরিচিত হতে পেরে ভালো লেগেছে।’ যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।  সোমবার (৯ মে) টুইটারে এ পোস্ট করেন তিনি।

 

জানা গেছে, কয়েকদিন আগেই টুইটার কিনেছেন মাস্ক। তবে হঠাৎ কেন তার কণ্ঠে এমন সুর, সেই কারণ খুঁজতে গিয়ে অনেকেই ধারণা করছেন হয়তো রাশিয়ার কাছ থেকে হুমকি পেয়েছেন মাস্ক। কারণ তিনি ইউক্রেনের পক্ষ নিয়ে তার কোম্পানি স্পেস এক্সের দুটি স্যাটেলাইটের মাধ্যমে সে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু রেখেছেন।

 

অবশ্য টুইটার ব্যবহারকারী অনেকেই মৃত্যু নিয়ে তার এমন পোস্টকে নিছক রসিকতা হিসেবেই দেখছেন।

 

নিজের রহস্যজনক মৃত্যু বিষয়ক টুইট করার আগে টুইটারে আরও একটি পোস্ট দেন ইলন মাস্ক, যেখানে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সহযোগিতা করার ব্যাপারে কথা বলেছেন তিনি। শেয়ার করেছেন রুশ ভাষায় লেখা একটি পোস্ট। ওই পোস্টে বলা হয়- ‘ইলন, আপনি যতই বোকা সাজুন না কেন, এ জন্য (ইউক্রেনকে সহযোগিতা) আপনাকে জবাবদিহি করতে হবে। ’

 

এর আগে একটি সূত্র দাবি করে, মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগন ইউক্রেনে যেসব সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে, তার সঙ্গে ইলন মাস্ক জড়িত।

 

১০ মে ২০২২
এনএইচ

আরো পড়ুন

গাজায় বিমান হামলায় এক সপ্তাহে নিহত ১৭১

ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া

৫৩ লাখ টাকার বালিশে আরামের ঘুম