7.2 C
London
December 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

রাজনীতিতে কিছু পুরুষ “পশুর মতো আচরণ করে”: সুয়েলা ব্র্যাভারম্যান

অ্যাটর্নি জেনারেল সুয়েলা ব্র্যাভারম্যান বলেছেন, রাজনীতিতে কিছু পুরুষ “পশুর মতো আচরণ করে”।

 

বিবিসির ওমেনস আওয়ারের সাথে কথা বলার সময় মিসেস ব্র্যাভারম্যান বলেন, সমস্যাটি সমাজে বিস্তৃত এবং “নৈতিক মান” নিয়ে আলোচনা হওয়া দরকার।

 

একজন মন্ত্রী অপর এক সহকর্মী টোরি এমপিকে কমন্স চেম্বারে পর্ন দেখার জন্য অভিযুক্ত করা প্রসঙ্গে এ মন্তব্য করেন মিসেস ব্র্যাভারম্যান।

 

প্রাক্তন মন্ত্রী ব্যারনেস নিকি মরগান ঘটনাটিকে হতবাক করার মতো বলে বর্ণনা করেন এবং বলেন, অন্য কোনো কাজের যায়গায় কেউ একই কাজ করতো তবে তাকে অবশ্যই চাকরি হারাতে হতো।

 

তিনি বলেন, সংসদ সদস্যদের অবস্থা ভিন্ন। তাদের কোনও কর্মসংস্থান চুক্তি নেই। কেউ তাদের কাছ থেকে তাদের কাজ কেড়ে নেবে না। এটি এমপিদের অজেয়তার অনুভূতি দেয়।

 

মঙ্গলবার রাতে এক সভায় টরি এমপি কমন্সে পর্নোগ্রাফি দেখেন বলে অভিযোগ ওঠে।

 

সরকারের চিফ হুইপ ক্রিস হিটন-হ্যারিস বিষয়টি খতিয়ে দেখেছেন। এখন এটি সংসদের অভিযোগ স্কিমে (ICGS) উল্লেখ করেছেন।

 

প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, কর্মক্ষেত্রে পর্নোগ্রাফি দেখা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য এবং সঠিক পদক্ষেপ নেওয়া উচিত।

 

২৯ এপ্রিল ২০২২
এনএইচ

আরো পড়ুন

যুক্তরাষ্ট্রে বেপরোয়া গুলির আঘাতে নিহত ব্রিটিশ বিজ্ঞানী

৩০ জন অতিথি থাকবেন প্রিন্স ফিলিপের শেষকৃত্যানুষ্ঠানে

প্রায় ১৫ বছর পর বিরোধী শিবিরে যাচ্ছে কনজারভেটিভ পার্টি!