1.4 C
London
November 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

রানিকে শেষ বিদায় জানাতে আসা দর্শনার্থীদের জন্য গাইডলাইন

সর্বজনের শ্রদ্ধা জানাতে ওয়েস্টমিনস্টার হলের একটি মঞ্চে রাখা হয়েছে ব্রিটেনের ইতিহাসে দীর্ঘতম শাসক রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন। সেখানে রানিকে শেষ বিদায় জানাতে পারবেন উপস্থিত জনসাধারণ। এই দর্শনার্থীদের জন্য একটি গাইডলাইন প্রকাশ করেছে সরকার

 

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৫টায় থেকে ওয়েস্টমিনস্টার প্রাসাদের দরজা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। আগামী সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দরজা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ২৪ ঘণ্টা দর্শনার্থীরা প্রাসাদে প্রবেশ করতে পারবেন।

 

তবে সতর্ক করে বলা হয়েছে, দীর্ঘ লাইনের সম্মুখীন হতে হবে সবাইকে। আপনাকে কয়েক ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হবে, এমনকি লাইনে দাঁড়িয়ে রাত পার করতে হতে পারে। বসার সুযোগ কমই পাওয়া পাবে।

 

ভিড়ের কারণে লন্ডনের বিভিন্ন রাস্তাঘাট বন্ধ থাকবে। লন্ডনের বাইরে থেকে আসতে ইচ্ছুকরা এই লিংকের গাইডলাইনটি অনুসরণ করতে পারেন

 

কোথায় গিয়ে লাইনে দাঁড়াতে হবে:

লাইনে দাঁড়ানোর আগে ভালোভাবে দেখে নিন, কোথায় লাইন শুরু হয়েছে এবং কিভাবে তাতে যুক্ত হতে হবে। দর্শনার্থীদের লাইনটি কোথায় গিয়ে শেষ হয়েছে তা লাইভ আপডেটের মাধ্যমে দেখে নিতে পারেন এই লিংক থেকে

 

প্রাসাদে প্রবেশের সময় দর্শনার্থীরা কঠোর নিরাপত্তা চেকিংয়ের সম্মুখীন হবেন। সঙ্গে কী রাখতে পারবেন, আর কী রাখতে পারবেন না, তা নিয়ে কঠোর বিধিনিষেধ রয়েছে। আপনি কেবল একটি ছোট ব্যাগ সঙ্গে আনতে পারবেন। ব্যাগটি অবশ্যই ৪০সে.মি. x ৩০সে.মি. x ৩০সে.মি. থেকে বড় হলে চলবে না। ব্যাগের মুখ যেন সহজে খোলা যায়।

 

যা আনতে ভুলবেন না: 

১. আবহাওয়া পরিস্থিতির জন্য উপযুক্ত পোশাক

২. খাবার এবং পানীয় (লাইনে অপেক্ষার সময় খাওয়ার জন্য, প্রাসাদে নিয়ে ঢুকতে পারবেন না)

৩. মোবাইল ফোনের চার্জার

৪. প্রয়োজনীয় ওষুধ বা চিকিৎসা সরঞ্জাম

 

নিষিদ্ধ আইটেমের মধ্যে রয়েছে: 

১. নির্ধারিত মাপের থেকে বড় ব্যাগ

২. ফ্লাস্ক বা পানির বোতল (খালি স্বচ্ছ পানির বোতল নেওয়া যাবে)

৩. খাবার/পানীয়

৪. ফুল বা অন্যান্য জিনিসপত্র যেমন- মোমবাতি, নরম খেলনা এবং ফটোগ্রাফ ইত্যাদি

৫. ধারালো আইটেম

৬. ব্যক্তিগত প্রতিরক্ষা সরঞ্জাম বা কোনো বস্তু যা অস্ত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে

৭. পেইন্ট স্প্রে, প্যাডলক, চেইন, ক্লাইম্বিং গিয়ার এবং কোনো বিপজ্জনক আইটেম

৮. আতশবাজি, স্মোক ক্যানিস্টার, এয়ার-হর্ন, ফ্লেয়ার, হুইসেল, লেজার ডিভাইস

৯. ব্যানার, প্ল্যাকার্ড, পতাকা, বিজ্ঞাপন বা বিপণন বার্তা

১০. কুলার, হ্যাম্পার, স্লিপিং ব্যাগ, কম্বল এবং ক্যাম্পিং সরঞ্জাম

১১. চেয়ার, ফোল্ডিং চেয়ার এবং অন্যান্য বসার সরঞ্জাম

১২. নিরাপত্তা কর্মী বা পুলিশ দ্বারা নির্দেশিত অন্য কোনো আইটেম

১৩. পোষা প্রাণী

 

ওয়েস্টমিনস্টার প্রদর্শনকালে আপনাকে অবশ্যই এই অনুষ্ঠানের যথাযথ মর্যাদা বজায় রাখতে হবে। বলা হয়েছে, ওয়েস্টমিনস্টার প্রাসাদের ভিতরে থাকাকালীন আপনার নীরব থাকা উচিত।

 

যেসব আচরণ আশা করা হচ্ছে:

১. অনুষ্ঠানের জন্য উপযুক্ত পোশাক পরিধান

২. মোবাইল ফোন বন্ধ বা সাইলেন্ট রাখা

৩. নির্ধারিত স্থানে ময়লা ফেলা

৪. যথা সম্ভব নীরব থাকা

৫. স্টুয়ার্ড, মার্শাল এবং পুলিশের নির্দেশাবলী অবশ্যই মেনে চলা

 

যা করা যাবে না: 

১. ছবি বা ভিডিও ধারণ। মোবাইলফোন বা অন্য কোনো ডিভাইস ব্যবহার

৩. পোষা প্রাণী আনা

২. অন্যদের পক্ষে নিজে লাইনে দাঁড়ানো বা আপনার পক্ষে অন্যদেরকে লাইনে দাঁড়াতে বলা

৩. তাবু পাতা

৪. আগুন জ্বালা বা বারবিকিউ

৫. ব্যক্তিগত আইটেম নিজের দায়িত্বে না রাখা

 

পরিদর্শন শেষে ওয়েস্টমিনস্টার প্রাসাদ থেকে বেরিয়ে পার্লামেন্ট স্কোয়ারে চলে যাবেন আপনি। স্টুয়ার্ডরা আপনাকে কাছের পাবলিক ট্রান্সপোর্ট স্টেশনগুলি দেখিয়ে দেবে।

 

১৫ সেপ্টেম্বর ২০২২
এনএইচ

আরো পড়ুন

যুক্তরাজ্যে বাড়ির দাম বৃদ্ধির রেকর্ড উর্ধগতি

ব্রিটেনে দুই তৃতীয়াংশ তরুণী কর্মক্ষেত্রে হয়রানির শিকার

এনএইচএস-এর কর্মী সংকটে কার্ডিয়াক ও ক্যান্সার অপারেশন বিলম্বিত

অনলাইন ডেস্ক