7.2 C
London
December 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

রানির কফিনের সামনে যাওয়ার চেষ্টা, গ্রেফতার ১

যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার হলে রানির কফিনের সামনে যাওয়ার চেষ্টাকালে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শেষ শ্রদ্ধা জানানোর জন্য ওয়েস্টমিনস্টার হলে রাজকীয় মর্যাদায় রাখা হয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন। শুক্রবার রাতে ওই গ্রেফতারের ঘটনাটি ঘটেছে বলে জানায় স্কটল্যান্ড ইয়ার্ড।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, লন্ডনের মেট্রোপলিটন পুলিশ তাকে গ্রেফতার হাজতে পাঠিয়েছে। তাকে পাবলিক অর্ডার অ্যাক্টের আওতায় গ্রেফতার করা হয়েছে।

 

স্থানীয় সময় শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ওয়েস্টমিনস্টার হল থেকে সরাসারি সম্প্রচার করা রানির কফিনে শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়।

 

আগামী সোমবার পর্যন্ত ওয়েস্টমিনস্টার হলে রানির মরদেহ রাখা হবে। ওইদিনই  রাজকীয় ভল্টে রানি দ্বিতীয় এলিজাবেথকে সমাধিস্ত করা হবে। এরইমধ্যে রানিকে শেষ শ্রদ্ধা জানাতে লন্ডনে ভক্তদের লাইন ছাড়িয়েছে পাঁচ মাইলেরও বেশি।

 

১৭ সেপ্টেম্বর ২০২২
নিউজ ডেস্ক

আরো পড়ুন

লন্ডনে পুলিশের ছদ্মবেশে চুরি করতেন এই সিরিয়াল চোর

অনলাইন ডেস্ক

বৈশ্বিক কর রাজস্ব ব্যবস্থায় হুমকি হয়ে উঠেছে ক্রিপ্টো

অবৈধ আশ্রয়প্রার্থী নিয়ে বিপাকে যুক্তরাজ্য

নিউজ ডেস্ক