TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

রানির প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে ব্রিটেনে নানা আয়োজন

ব্রিটিশ রাজ সিংহাসনে রানি দ্বিতীয় এলিজাবেথের অভিষেকের ৭০ বছর পূর্ণ হচ্ছে, যাকে বলা হচ্ছে প্লাটিনাম জয়ন্তী। এ উপলক্ষে বুধবার (২ জুন) নানা কর্মসূচি ঘোষণা করেছে ব্রিটিশ রাজপরিবার। এরইমধ্যে ২ জুন থেকে ৫ জুন পর্যন্ত চার দিনের ব্যাংক হলিডে ঘোষণা করা হয়েছে।

 

সিংহাসনে রানির ৭০ বছর উদযাপন উপলক্ষে ঘোষিত কর্মসূচির মধ্যে আছে শোভাযাত্রা, স্ট্রিট পার্টি ও বাকিংহাম রাজপ্রাসাদে লাইভ কনসার্ট। এ কনসার্টে বিশ্বের বড় বড় তারকারা অংশ নেবেন।

 

বছর জুড়ে রানির ৭০ বছর উদযাপন উপলক্ষে কর্মসূচি পালন করা হবে। এ সময় ব্রিটেনের বিভিন্ন স্থান ভ্রমণ করবে ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা।

 

ব্রিটেনের ইতিহাসে রানি দ্বিতীয় এলিজাবেথ সবচেয়ে বেশি সময় ধরে শাসন করেছেন। আগামী বছরের ৬ ফেব্রুয়ারি ব্রিটেনের রাজ সিংহাসনে অভিষেকের ৭০ বছর পূর্ণ হবে ৯৫ বছর বয়সী রানির।

 

সূত্র: বিবিসি
৩ জুন ২০২১

আরো পড়ুন

ব্রিটেনে আঘাত হানতে শুরু করেছে কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঝড় ইউনিস

বাড়ানোর কথা থাকলেও পারিবারিক ডাক্তারের সংখ্যা কমেছে যুক্তরাজ্যে

অনলাইন ডেস্ক

ধুমপান নিয়ে আবারো কঠিন বার্তা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক