5.5 C
London
December 26, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

রুয়ান্ডা প্ল্যান বাতিল বলে গণনা করুনঃ কেয়ার স্টারমার

কেয়ার স্টারমার বলেছেন যুক্তরাজ্যের রুয়ান্ডায় অভিবাসী নির্বাসন পরিকল্পনা তিনি বাতিল করে দিবেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার রয়টার্স’কে বলেছেন, ‘ তিনি আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় নির্বাসন দেওয়ার জন্য পূর্ববর্তী কনজার্ভেটিভ সরকারের নীতিমালা চালিয়ে যাবেন না।’

তিনি আরো বলেন, “রুয়ান্ডা স্কিমটি ইতোমধ্যে মারা গিয়েছে যা শুরুর আগেই সমাধিস্থ হয়েছে বলা যায়। এটি কখনও চালিয়ে যাওয়ার মতো আইন ছিল না।”

কেয়ার স্টারমার লেবার পার্টি সাধারণ নির্বাচনে ভূমিধস জয়ের পরে শনিবার তার প্রথম সংবাদ সম্মেলনে রুয়ান্ডানীতি নিয়ে খোলামেলা আলোচনা করেন।

তিনি মন্ত্রিপরিষদের বৈঠকের পরে সাংবাদিকদের বলেন, “আমি রুয়ান্ডানীতিকে অভিবাসন প্রতিরোধী হিসাবে কখনও মনে করি না। এই পরিকল্পনাটিকে “আমরা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সমস্যা” বলে মনে করি।”

উল্লেখ্য যে, এই বছর এপ্রিল মাসে সংসদে বিতর্কিত আইন রুয়ান্ডানীতি অনুমোদন করা হয়। যেখানে রুয়ান্ডাকে একটি নিরাপদ তৃতীয় দেশ হিসাবে ঘোষণা করে যুক্তরাজ্য সরকার। যা যুক্তরাজ্যের পূর্বের সুপ্রিম কোর্টের একটি রায়ের বিরুদ্ধে বলে জানা যায়। বিশেষজ্ঞদের মতে রুয়ান্ডা প্রকল্পটি মানবাধিকারের ভিত্তিতেও বেআইনী ছিল।

সূত্রঃ আল জাজিরা

এম.কে
০৬ জুলাই ২০২৪

আরো পড়ুন

লন্ডন-ইউক্রেনে ‘আত্মহত্যার বাঁশিওয়ালা’ রহস্যময় এক ব্যবসায়ী

যুক্তরাজ্যের ন্যাশনওয়াইড ব্যাংকের বন্ধকী ঋণ সীমা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা

দল থেকে পদত্যাগ করছেন বরিস জনসন

অনলাইন ডেস্ক