TV3 BANGLA
বাংলাদেশযুক্তরাজ্য (UK)

লন্ডনের এনফিল্ডে ছিনতাইকারীর ধাক্কায় প্রাণ হারালেন ব্রিটিশ বাংলাদেশি জালাল খান

লন্ডনের এনফিল্ডে ক্যাশ মেশিন থেকে টাকা তুলতে গিয়ে ছিনতাইকারীর ধাক্কায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন ব্রিটিশ বাংলাদেশি জালাল খান। ১৯ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পুলিশ নিশ্চিত করেছে। ঘটনাটি স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের সৃষ্টি করেছে।

ঘটনার দিন জালাল খান একা ক্যাশ মেশিনে টাকা তুলছিলেন। ঠিক সেই মুহূর্তে এক ছিনতাইকারী হঠাৎ তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় এবং টাকাসহ সেখান থেকে পালিয়ে যায়। পড়ে গিয়ে তিনি গুরুতর মাথা ও শরীরের আঘাত পান। স্থানীয়রা পুলিশকে খবর দিলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর জালাল খান শেষ পর্যন্ত আর বাঁচতে পারেননি। চিকিৎসকরা জানান, আঘাতজনিত জটিলতার কারণে তার মৃত্যু ঘটে। পরিবার ও কমিউনিটির সদস্যরা ঘটনার ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

এনফিল্ড মেট্রোপলিটন পুলিশ বলেছে, ঘটনাটি একটি ‘ব্রুটাল অ্যাটাক অ্যান্ড রবারি’ হিসেবে তদন্ত করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং সন্দেহভাজনকে গ্রেপ্তারের জন্য অনুসন্ধান চলছে। পুলিশ তদন্তে সহযোগিতার জন্য প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

জালাল খানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় কাউন্সিলর ও কমিউনিটি নেতারা বলেছেন, নগরজীবনে ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ে লন্ডনে উদ্বেগ বাড়ছে এবং ছিনতাই ও হিংসাত্মক অপরাধ রোধে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

প্রধান উপদেষ্টার চীন সফরে বাংলাদেশের দৃষ্টি যেসব ক্ষেত্রে

যুক্তরাজ্যে আগামী এপ্রিল থেকে স্টেট পেনশনে ৫০০ পাউন্ডেরও বেশি বাড়ার সম্ভাবনা

যুক্তরাজ্যে আওয়াবস ল’: সামাজিক আবাসনে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সরকারের কঠোর নির্দেশনা