TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনের ডমোস্টিক ভায়োলেন্সের নির্যাতিতদের জন্য এয়ারবিএনবিতে জরুরি আশ্রয় প্রকল্প শুরু

চ্যারিটি প্রতিষ্ঠান উইমেন্স এইড লন্ডনের গৃহহিংসার শিকারদের জন্য জরুরি আশ্রয় প্রদানের নতুন উদ্যোগ গ্রহণ করেছে। এটি বাস্তবায়ন করা হচ্ছে অনলাইন স্বল্পমেয়াদী ভাড়ার প্ল্যাটফর্ম এয়ারবিএনবি এবং সিটি হলের সঙ্গে যৌথভাবে।

একটি পাইলট প্রকল্পের আওতায় সর্বোচ্চ ৬০ জন নির্যাতিত এবং তাদের সন্তানরা লন্ডনের এয়ারবিএনবি তালিকাভুক্ত প্রপার্টিতে দুই সপ্তাহ পর্যন্ত বিনামূল্যে নিরাপদ আশ্রয় পাবেন। নির্যাতিতদের জন্য একক-সহায়তা প্রদান করা হবে, যার মধ্যে রয়েছে আইনি পরামর্শ, অ্যাডভোকেসি, অনুবাদ সহায়তা এবং পরিবহন ও অন্যান্য প্রয়োজনীয়তায় সহায়তা।

উইমেন্স এইডের চিফ এক্সিকিউটিভ ফারাহ নাজীর বলেছেন, “বিশেষজ্ঞ পরিষেবাগুলোর ধারাবাহিক তহবিল সংকটের কারণে নির্যাতিতরা প্রায়ই সহায়তা চাওয়ার সময় প্রত্যাখ্যাত হয়েছেন। এই ধরনের সহযোগিতা নির্যাতিতদের জন্য নতুন বিকল্প দেবে, যাতে তারা গৃহহীন হওয়া বা নির্যাতকের কাছে ফিরে যাওয়ার ঝুঁকি এড়াতে পারেন।”

লন্ডনে আগস্ট ২০২৫ পর্যন্ত এক বছরের মধ্যে পুলিশে ৯০,০০০-এর বেশি গৃহহিংসার ঘটনা নিবন্ধিত হয়েছে। মেয়র স্যার সাদিক খান বলেছেন, তিনি নতুন পাইলট প্রকল্পকে ৫০,০০০ পাউন্ড পর্যন্ত সমর্থন দিচ্ছেন, যা এয়ারবিএনবি এবং উইমেন্স এইডের অর্থায়নের সঙ্গে মিলিত।

উইমেন্স এইডের স্টাফরা নির্যাতিতদের পক্ষ থেকে এয়ারবিএনবি প্ল্যাটফর্ম ব্যবহার করে আবাসনের বুকিং করবেন এবং প্রতিটি প্রপার্টির নিরাপত্তা যাচাই সম্পন্ন করবেন। প্রকল্পটি বছরের শেষ পর্যন্ত চলবে এবং সফল হলে ভবিষ্যতে আরও সহযোগী প্রকল্পের পথ খুলে দিতে পারে।

মেয়র স্যার সাদিক খান বলেছেন, “আমি অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে নির্যাতিতরা প্রয়োজনীয় সহায়তা পেতে পারেন, এবং একই সঙ্গে মেট পুলিশকে সহযোগিতা করে অপরাধীদের বিচার নিশ্চিত করতে পারি।” তিনি আরও উল্লেখ করেছেন যে, ২০২১ সালের পর থেকে ডমেস্টিক অ্যাবিউজ সেফ অ্যাকমোডেশন প্রোগ্রাম ৪০,০০০-এর বেশি নির্যাতিতদের সহায়তা প্রদান করেছে।

সূত্রঃ বিবিসি

এম.কে

আরো পড়ুন

ইস্ট লন্ডনের ফরেস্ট গেইট পুলিশ স্টেশনে আগুন

ইসরায়েলের বিপক্ষে পোস্ট করায় এনএইচএস ডাক্তারের আই,এল,আর ভিসা খারিজ

নগদ অর্থ দিয়ে আলবেনিয়ানদের দেশে ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য